Syed Mushtaq Ali Trophy 2024-25: শামির সাদা বলে প্রত্যাবর্তনের মঞ্চে আলো কাড়লেন শাহবাজ, দুরন্ত শতরান; সৈয়দ মুস্তাক আলিতে পাঞ্জাব-'বধ' বাংলার
Bengal Cricket Team: পাঞ্জাবের ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে গোড়াতেই খোঁড়াতে শুরু করে বাংলা
![Syed Mushtaq Ali Trophy 2024-25: শামির সাদা বলে প্রত্যাবর্তনের মঞ্চে আলো কাড়লেন শাহবাজ, দুরন্ত শতরান; সৈয়দ মুস্তাক আলিতে পাঞ্জাব-'বধ' বাংলার Syed Mushtaq Ali Trophy 2024-25 Shahbaz Ahmed smashes unbeaten century to beat defending champion Punjab for Bengal Syed Mushtaq Ali Trophy 2024-25: শামির সাদা বলে প্রত্যাবর্তনের মঞ্চে আলো কাড়লেন শাহবাজ, দুরন্ত শতরান; সৈয়দ মুস্তাক আলিতে পাঞ্জাব-'বধ' বাংলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/f4d7de037755913b5cf5cd0a0aaed2671732379701255170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট : মহম্মদ শামির বহু প্রতীক্ষিত সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের মঞ্চ। সেই মঞ্চেই আলো কাড়লেন শাহবাজ আমেদ। অপরাজিত সেঞ্চুরি করে জেতালেন দলকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাঞ্জাবকে ৪ উইকেট হারাল বাংলা। রাজকোটে নিরঞ্জন শা স্টেডিয়ামে গ্রুপ 'এ'-র ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
পাঞ্জাবের ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে গোড়াতেই খোঁড়াতে শুরু করে বাংলা। ৪ ওভারে ১০ রানে মাত্র ৪ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় দল। অবশ্য পাল্টা আক্রমণে শান দেন শাহবাজ। তাঁর ৪৯ বলে ১০০ রানের ইনিংসে ভর করে ১৮০ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দল। অধিনায়ক সুদীপ ঘরামিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১১০ রান যোগ করেন শাহবাজ।
অধিনায়ক সুদীপ শাহবাজকে যোগ্য সঙ্গত দেন এদিন। ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। ১৪ তম ওভারে মায়াঙ্কা মারকাণ্ডে ঘরামিকে আউট করার পর জয়ের আশা করছিল পাঞ্জাব। কিন্তু, চাপের মুখে শাহবাজের বাউন্ডারি থামেনি। তাঁর এই ব্যাটিং-প্রতাপের উপর নির্ভর করেই এক ওভার বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় বাংলা।
টাইটেল ডিফেন্স করতে নেমে ছক্কা হাঁকিয়ে শুরু করে পাঞ্জাব। কভার দিয়ে শামিকে তুলে দেন অভিষেক। একই ওভারে শামির লেন্থকে কাজে লাগান তিনি। ৮ বলে দ্রুত ১৮ রানে তুলে নেন। যদিও কণিষ্ক শেঠের বলে থামতে হয় তাঁকে। যদিও পাওয়ার প্লে-তে দাপট বজায় রাখতে থাকে পাঞ্জাব। ক্রিজে দাপট দেখান প্রভসিমরণ সিং ও আনমোলপ্রীত সিংহ। সেইসময় বড় ধাক্কা দেন শাহবাজ। সপ্তম ওভারে আউট হন প্রভসিমরণ। ৫৭ রানের জুটি ভাঙে।
যদিও তার পরেও থামেননি আনমোলপ্রীত। বেশ কিছু চোখ ধাঁধানো শট নেন তিনি। ধীরে ধীরে অবশ্য পাঞ্জাবের স্কোরবোর্ড নিয়ন্ত্রণ করতে শুরু করেন বাংলার স্পিনাররা। এরপর ১১ তম ওভারে রান-আউট হয়ে যান আনমোলপ্রীত। সেই পতন শুরু পাঞ্জাবের।
সংক্ষিপ্ত স্কোর - ১৯.৪ ওভারে ১৭৯ রান তুলে অল-আউট হয়ে যায় পাঞ্জাব (প্রভসিমরণ সিং ৩৫, আনমোলপ্রীত সিং ৩৯, করণ লাল ৩/২৩) । ১৯ ওভারেই বাংলা তুলে নেয় ১৮১/৬ (শাহবাজ আমেদ ১০০ রানে অপরাজিত, সুদীপ ঘরামি ৪৩, অভিষেক শর্মা ৩/৩৭)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)