Dumdum Robbery: গভীর রাতে বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠ, কী বললেন বৃদ্ধা?
ABP Ananda Live: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম, এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি! বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ । হেলমেট পরা সশস্ত্র ডাকাতদলের হানা, ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুঠ! 'জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে ৭জনের ডাকাতদল' । ভাড়াটে না থাকার সুযোগে একতলার গ্রিল কেটে লুঠপাটের অভিযোগ । ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত, কর্মসূত্র ছেলে থাকেন মহারাষ্ট্রে। হেলমেট পরা ডাকাতদলের চড়াও হওয়ার ছবি সিসি ক্যামেরাবন্দি! । ৫দিন পার, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে এখনও অধরা দুষ্কৃতী, এবার দমদমে ডাকাতি!


















