![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rathour on Rohit: ঈশানকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তে রোহিতেরও ভূমিকা ছিল, বলছেন কোহলিদের ব্যাটিং কোচ
T20 WC: প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, পরে নিউজিল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ হেরে গিয়েছে ভারত। সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রবল চাপে টিম ইন্ডিয়া।
![Rathour on Rohit: ঈশানকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তে রোহিতেরও ভূমিকা ছিল, বলছেন কোহলিদের ব্যাটিং কোচ T20 WC: Rohit was part of decision making process of playing Ishan Kishan as opener, says India's batting coach Vikram Rathour Rathour on Rohit: ঈশানকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তে রোহিতেরও ভূমিকা ছিল, বলছেন কোহলিদের ব্যাটিং কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/da43042cbed38e50b927cb9e3e440ad2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ওপেনিং থেকে সরিয়ে ঈশান কিষাণকে শুরুতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছিল । কিউয়িদের কাছে ভারত একপেশেভাবে ম্য়াচ হেরে যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে । কেন তাঁকে, রোহিত শর্মাকে আচমকা ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে বিরাট কোহলিকে তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা ।
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নামছে ভারত । তার আগের দিন ভারতের ব্যাটিং কোচ জানালেন, ওপেনিং জুটি পাল্টানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের সকলের সম্মিলিত মতের ওপর ভিত্তি করে । আর সেই সিদ্ধান্তে রোহিত শর্মারও ভূমিকা ছিল ।
প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, পরে নিউজিল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ হেরে গিয়েছে ভারত । সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রবল চাপে টিম ইন্ডিয়া । পাকিস্তান এই গ্রুপ থেকে কার্যত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে । দ্বিতীয় দল হিসাবে শেষ চারে যাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড । ভারতের ভাগ্য নির্ভর করে রয়েছে অনেকগুলি সমীকরণের ওপর ।
আরও পড়ুন: পরপর ২ ম্যাচ হারলেও বিশ্বকাপের শেষ চারে যেতে পারে ভারত, কীভাবে?
আফগানিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিদের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর দুবাই থেকে জুম কলে বিশ্বের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'সূর্যকুমারের পিঠে নিউজিল্যান্ড ম্যাচের আগের রাত থেকে ব্যথা শুরু হয়। প্রথম একাদশে খেলার মতো ফিট ছিল না ও । ওর বদলে ঈশান কিষাণকে দলে নেওয়া হয় । আইপিএলে ও ওপেনার হিসাবে দারুণ খেলেছিল। ভারতীয় দলের হয়েও অতীতে ও ওপেন করে ভাল খেলেছে। আর এই সিদ্ধান্ত পুরো টিম ম্যানেজমেন্টের। একসঙ্গে বসে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত। এবং অবশ্যই রোহিতও সেই দলের অংশ। ও-ও (রোহিতও) এই আলোচনায় ছিল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)