T20 WC Ind vs Pak: ''কঠিন প্রতিপক্ষ পাকিস্তান, যে কোনও দলকে হারাতে পারে'', সাবধানবাণী কপিলের
T20 WC Ind vs Pak: ভারত-পাকিস্তান ম্যাচেও খাতায়-কলমে টিম বিরাটরা এগিয়ে থাকলেও তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব সাবধান করে দিচ্ছেন বিরাট ব্রিগেডকে।
দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও সময় ম্যাচের রং পাল্টে যায়। এই ফর্ম্যাটে কোনও দলই ফেভারিট নয়। ভারত-পাকিস্তান ম্যাচেও খাতায়-কলমে টিম বিরাটরা এগিয়ে থাকলেও তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব সাবধান করে দিচ্ছেন বিরাট ব্রিগেডকে। এবিপি নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কপিল বলেন, 'কোন দলের পাল্লা ভারী তা নির্দিষ্ট ম্যাচে মাঠে কোনও প্রভাব ফেলে না। কোন দল সেই মুহূর্তে ম্যাচের চাপ সামলে ভাল পারফর্ম করতে পারবে, তার ওপরই সব নির্ভর করে। এই ম্যাচেও যে দল চাপ সামলে খেলতে পারবে, তারাই জয় হাসিল করে নেবে।'
বিশ্বকাপের মঞ্চে অতীত রেকর্ড বাবর আজমদের পক্ষে কথা না বললেও সেদিকে বেশি পাত্তা দিতে নারাজ কপিল। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'এই মুহূর্তে ওঁদের দল সম্পর্কে সেভাবে জানি না। তবে এটা বলতে পারি যে টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাকিস্তান বরাবর কঠিন প্রতিপক্ষ। খাতায়-কলমে ভারতীয় দল পিছিয়ে রয়েছে। কিন্তু আমি মনে করি এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তাই ছন্দ বজায় রাখতে হবে বিরাটদের।' ২০১৯ বিশ্বকাপে শেষ বার ২ দল মুখোমুখি হয়েছিল ইংল্য়ান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে। কপিল বলেন, '২ বছর আগে শেষবার ওঁরা মুখোমুখি হয়েছিল। এরপর থেকে আর একসঙ্গে তারা খেলেনি। ফলে যে কোনও কিছুই হতে পারে। ভারত এগিয়ে থাকলেও পাক শিবিরে এমন অনেকেই আছে যারা কখনও কখনও অবাক করে দেওয়া পারফর্ম করে।'
এর আগে এই হাইভোল্টেজ মহারণ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও বলেছিলেন, 'আমার মনে হয় ভারতীয় দল এবারও অপরাজিতই থাকবে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে ভারতীয় দল। আমার মনে হয় সংখ্যাটা এবার ১৩-০ হয়ে যেতে পারে। এই দলের সবাই ম্যাচ উইনার। দুর্দান্ত প্লেয়ার। আমি আশাবাদী যে গত ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের যে অপেক্ষা আমরা করছি, তার এবার অবসান হবে।' এদিকে ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন ক্রিকেটার অভিনব মুকুন্দ। চেন্নাইয়ের এই ক্রিকেটার কু-তে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
আজ সন্ধে সাড়ে সাতটায় দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছেন বিরাট কোহলি অ্যান্ড কোং।