Rohit Sharma on Kohli: আফগানিস্তান ম্যাচের আগে 'বিরাট' সমর্থনে কী বললেন রোহিত?
Rohit Sharma on Kohli: অধিনায়কের সঙ্গে নাকি সহ অধিনায়কের সম্পর্ক এখন আর আগের মতো ভাল নেই, তেমনই শোনা যাচ্ছে চারিদিকে। কিন্তু এবার বিরাট কোহলির সমর্থনে মুখ খুললেন রোহিত শর্মা।
আবু ধাবি: ভারতীয় ক্রিকেটে বিরাট ও রোহিত শিবির নাকি আলাদা। এমনই কানাঘুষো শোনা যাচ্ছে চারিদিকে। অধিনায়কের সঙ্গে নাকি সহ অধিনায়কের সম্পর্ক এখন আর আগের মতো ভাল নেই, তেমনই শোনা যাচ্ছে চারিদিকে। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে বিরাটের সমর্থনে মুখ খুললেন রোহিত শর্মা। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে আইসিসি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'সাফল্য পাওয়ার জন্য ওঁর যে খিদে, তা সত্যিই অসাধারণ। যদিও বিরাটের রেকর্ডের দিকে একবার তাকানো যায়, তাহলেই বোঝা যাবে যে ওঁ কতটা ধারাবাহিক। প্রতিনিয়ত ২২ গজে নেমে দেশের হয়ে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করাটা কিন্তু একদমই সহজ কাজ নয়।'
🗣️ “I want to find a way to win a game of cricket from any place.”
— ICC (@ICC) November 3, 2021
Is Virat Kohli is the one to lead them back into contention for the #T20WorldCup semi-finals? 👊https://t.co/vZrviJxjTJ
সম্প্রতি সময়টা একদমই ভাল যাচ্ছে না বিরাটের। ব্যাটে রান নেই। তার ওপর আবার মাঠের বাইরেও তাঁকে ও তাঁর পরিবারেকে আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু অধিনায়ককে সমর্থন করে ডেপুটি রোহিত বলেন, '২০০৮ সালে ওঁ এসেছিল। এরপর থেকেই একজন পরিণত ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলেছে বিরাট। বছরের পর বছর ধরে নিজেকে ঘষে-মেজে তৈরি করেছেন। আমি নিজের চোখে দেখেছি কীভাবে ওঁ সেরা হয়ে উঠেছে প্রতিনিয়ত।'
এদিকে আজ আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে টিম ইন্ডিয়ার। প্রথম ২টো ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বিরাট বাহিনীকে।
আরও পড়ুন: প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্নের জন্য মনোনীত, সুনীলকে অভিনন্দন এআইএফএফ-এর