T20 World Cup 2021: ''ভারতকে হারানোর জন্য সবরকমভাবে চেষ্টা করব'', রোহিতদের হুঁশিয়ারি স্কটিশ অধিনায়কের
T20 World Cup 2021: ৩ ম্যাচে ৩টিতেই হেরে সেমির দরজা বন্ধ স্কটল্যান্ডের জন্য। তবে বিরাটদের সামনে সুযোগ রয়েছে। বড় ব্যবধানে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। এছাড়াও অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
দুবাই: ভারতের বিরুদ্ধে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে দুবাইয়ে নামতে চলেছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে সেই একই গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের পরেই রয়েছে ভারত। ৩ ম্যাচে ৩টিতেই হেরে সেমির দরজা বন্ধ হয়ে গিয়েছে স্কটল্যান্ডের জন্য। তবে বিরাটদের সামনে সুযোগ রয়েছে। বড় ব্যবধানে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে তাঁদের। এছাড়াও অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু শুক্রবার ম্যাচের আগে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার।
ভারতের বিরুদ্ধে নামার আগে এক সাক্ষাৎকারে স্কটিশ অধিনায়ক বলেন, 'দুর্দান্ত একটা লড়াই হতে চলেছে আগামী ম্যাচে। ওঁরা নিঃসন্দেহে আমাদের থেকে অনেক অনেক শক্তিশালী দল। তবে আমাদের দলেও বেশ কয়েকজন দারুণ প্রতিভা রয়েছে, যাঁদের দিকে আমরা তাকিয়ে থাকব। ওঁরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারে।' কোয়েটজার আরও বলেন, 'আমরা আমাদের হোম ওয়ার্ক করেছি। ভারতকে হারানোর জন্য যা যা করা দরকার, সবই করতে মুখিয়ে আমরা। আমাদের ক্ষমতা সম্পর্কে আমরা অবগত।' প্রথমে ব্যাট করা যে বেশ সমস্যার এখানকার পিচে বলেও জানান তিনি।
এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে ফের কিছুটা আশা জাগিয়ে তুলেছে ভারতীয় দল। ৩ ম্যাচ খেলে এখন ভারতের পয়েন্ট ২। টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। সেখানে ভারতের পয়েন্ট কম। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।
আরও পড়ুন: ওদের সবরকম সাহায্য করতে তৈরি, আফগানিস্তানের জয়ের প্রার্থনায় অশ্বিন