T20 World Cup: আমরা নিজেদের সাফল্যে খুশি হই, অন্যদের ব্যর্থতায় নয়, পাক প্রধানমন্ত্রীকে জবাব ইরফানের
Pathan on Pak PM: টি-২০ বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কে বিদ্রুপ করেছিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সে জন্য পাল্টা কথা শোনালেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।
নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে ভারতের বিদায়কে বিদ্রুপ করেছিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সে জন্য পাল্টা কথা শোনালেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক হারের পর বিদ্রুপ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইট করেছিলেন, 'তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।'
কেন এরকম ট্যুইট?
পাকিস্তান এর আগে ওপেনিং জুটিতে ভারতের বিরুদ্ধে বিনা উইকেটে ১৫২ তুলেছিল। গত টি-২০ বিশ্বকাপে ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান করেছিলেন যথাক্রমে ৬৮ এবং ৭৯ রান। কোনও উইকেট না হারিয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
প্রায় সেই একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে এবারের টি-২০ বিশ্বকাপে। সেমিফাইনালে ভারতের ১৬৯ রানের লক্ষ্য বিনা উইকেটে তুলে দিয়েছেন দুই ইংরেজ ওপেনার জস বাটলার (৪৯ বলে অপরাজিত ৮০ রান) এবং অ্যালেক্স হেলস (৪৭ বলে অপরাজিত ৮৬ রান)। চার ওভার বাকি থাকতেই ভারতীয় বোলারদের পিটিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন দুই ইংরেজ ওপেনার।
পাক প্রধানমন্ত্রী সেই লজ্জাজনক কাণ্ডের দিকেই ইঙ্গিত করেছেন নিজের ট্যুইটে। বোঝাতে চেয়েছেন, ভারতকে বিপুল ব্যবধানে হারানো দুই দল এবার ফাইনালে মুখোমুখি। যদিও প্রধানমন্ত্রীর মতো দেশের সর্বোচ্চ সিংহাসনে বসে কোনও রাষ্ট্রনায়ক কীভাবে এরকম কটূক্তি করতে পারেন, তা নিয়ে অনেকেই সরব হয়েছিলেন।
পাক প্রধানমন্ত্রীর এমন ট্যুইটের পরেই পাল্টা দিলেন ইরফান পাঠান। রীতিমত তোপ দেগে পাঠান পাল্টা লিখে দেন, 'এখানেই আপনাদের সঙ্গে আমাদের তফাত। আমরা নিজেদের সাফল্যে খুশি হই। আর আপনারা অন্যের ব্যর্থতায় খুশি হন। এই কারণেই নিজের দেশের উন্নতিতে আপনি মনোযোগ দিতে পারছেন না।'
So, this Sunday, it’s:
— Shehbaz Sharif (@CMShehbaz) November 10, 2022
152/0 vs 170/0
🇵🇰 🇬🇧 #T20WorldCup
দায়িত্বে সৌরভই
আইনি বাধা না থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদ থেকে কার্যত সরতে বাধ্য হয়েছিলেন তিনি। এখন বোর্ডের কোনও পদে নেই। একটা সময় মনে করা হয়েছিল, তিনি আইসিসি চেয়ারম্যান হতে পারেন। কিন্তু সেখানে নিজের দেশের সমর্থনই পাননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
তবে আইসিসি-তে থেকে গেলেন সৌরভ। এবং গুরুত্বপূর্ণ পদেই। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ। গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকে এই কমিটি।
আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা