T20 World Cup 2024: রোহিতদের 'বিশ্ব'জয়ে বড় ঘোষণা জয় শাহর! BCCI এর তরফে 'বিশাল উপহার'
T20 World Cup News: দেশবাসীর স্বপ্নপূরণের পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটাররা। এরই মধ্যে টিম ইন্ডিয়ার জন্য রইল বিশেষ উপহার ঘোষণা করলেন জয় শাহ।
কলকাতা: দক্ষিণ আফ্রিকাকে (South Africa) উড়িয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী রোহিত-ব্রিগেড। ১৩ বছর পরে ফের যে কোনও ফর্মাটে বিশ্বকাপ জয় ভারতের (India)। পরপর ২ ফাইনালে (T20 World Cup Final) যাদের কাছে হার, সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বসেরা টিম রোহিত। সেই প্রেক্ষাপটেই টি২০ বিশ্বকাপ জয়ীদের জন্য বড় ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
দেশবাসীর স্বপ্নপূরণের পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটাররা। এরই মধ্যে টিম ইন্ডিয়ার জন্য রইল বিশেষ উপহার ঘোষণা করলেন জয় শাহ। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা জানালেন বিসিসিআইয়ের সেক্রেটারি।
I am pleased to announce prize money of INR 125 Crores for Team India for winning the ICC Men’s T20 World Cup 2024. The team has showcased exceptional talent, determination, and sportsmanship throughout the tournament. Congratulations to all the players, coaches, and support… pic.twitter.com/KINRLSexsD
— Jay Shah (@JayShah) June 30, 2024
এক্স হ্যান্ডেলে পোস্ট করে জয় শাহ লিখেছেন, 'আমি অত্যন্ত খুশি এটা ঘোষণা করতে পেরে, যে, আইসিসি মেন'স টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৪-এ টিম ইন্ডিয়ার জয়ে ১২৫ কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করা হচ্ছে। এই দলটি নিজেদের সেরাটা দিয়েছে। প্রতিভা, দৃঢ়তা এবং খেলার প্রতি নিজেদেরকে অনুরাগ গোটা বিশ্বকে দেখিয়েছেন তাঁরা। এই অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ এবং দলের অন্যান্যদেরও অভিনন্দন।'
আরও পড়ুন, রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
এদিকে, টি২০ বিশ্বকাপ জয়ের পরই দলে পর পর অবসর। বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup 2024) হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই পথেই হাঁটলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের অবসরের কথা ঘোষণা করে জাডেজা লেখেন, 'অনেক স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি নিজের দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছে এবং বাকি ফর্ম্যাটে তেমনটাই করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে