Shakib Al Hasan: আমরা বিশ্বকাপ জিততে আসিনি, শাকিবের মন্তব্যে হইচই বাংলাদেশে
Shakib Al Hasan: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কি পরাজয় স্বীকার করে নিলেন শাকিব আল হাসান? নাকি নিজেদের ওপর থেকে চাপ সরানোর চেষ্টা করলেন বাংলাদেশের অধিনায়ক?
অ্যাডিলেড: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কি পরাজয় স্বীকার করে নিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)? নাকি নিজেদের ওপর থেকে চাপ সরানোর চেষ্টা করলেন বাংলাদেশের অধিনায়ক?
বুধবার অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। গ্রুপ ওয়ানে দুই দলই ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে পেয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় ভারত রয়েছে দুই নম্বরে। বাংলাদেশ তিনে। তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে ভারতকে হারাতেই হবে শাকিবদের। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে হবে।
ম্যাচের আগের দিন অবশ্য শাকিবের গলায় শোনা গেল অন্য সুর। বললেন, 'অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হব। দুই দলই কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। ভাল খেললে আমরা জিতব না কেন? আয়ার্ল্যান্ডকে দেখেছি ইংল্যান্ডকে হারাচ্ছে। জিম্বাবোয়ে এই বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়েছে। একইরকম ফল আমাদেরও খুশি করবে।' তাঁর সংযোজন, 'ভারত ফেভারিট। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটাকে অঘটন বলা হবে আমরা জানি। তবে আমরা সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।'
পাশে রাহুল
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা মুখ মনে করা হচ্ছিল কে এল রাহুলকে (KL Rahul)। দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন কর্নাটকের তারকা। বিশ্বকাপের তিন ম্যাচে রাহুলের রান যথাক্রমে ৪, ৯ ও ৯। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ২২ রান করেছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর থেকে রাহুলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরাল দাবি তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে খারাপ সময়ে আর এক রাহুলের সমর্থন পেয়ে গেলেন কে এল রাহুল।
তিনি ভারতীয় দলের কোচ, কিংবদন্তি রাহুল দ্রাবিড়। যিনি বলছেন, 'না, দলে ওর জায়গা নিয়ে কোনও সংশয় নেই। ও দুর্দান্ত ক্রিকেটার। ওর রেকর্ড ওর হয়ে কথা বলে। ও খুব ভাল প্লেয়ার। খুব ভাল ব্যাটিং করছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম হয়। টপ অর্ডার ব্যাটারদের কাজটা অত সহজ নয়। এই টুর্নামেন্ট বেশ কঠিন পরীক্ষা।'
ভারতীয় দলের হেড কোচ আরও বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বিরুদ্ধে দারুণ ব্যাট করেছিল। সেদিন ও দুর্দান্ত ছন্দে ছিল। আশা করছি পরের তিন-চার ম্যাচে ভাল খেলবে। ওর মান আমরা সকলেই জানি। কীরকম দক্ষ ক্রিকেটার সেটাও জানি। এই ধরনের পরিস্থিতিতে উপযুক্ত ক্রিকেটার। ও ব্যাকফুটে শক্তিশালী। যেটা এইরকম পরিবেশে ভীষণ জরুরি। আমরা ওর পাশে আছি। ওকে নিয়ে আমাদের মধ্যে কোনও উদ্বেগ নেই। আমার আর রোহিতের মনে কোনও সংশয় নেই যে ভারতের হয়ে ওপেন কে কে করবে।'
আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?