Ind vs Pak: বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ নিয়ে কী ভাবনা, জানালেন ভারতীয় অধিনায়ক
T20 World Cup: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপরাজেয়, এই মিথটা ভেঙে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত।
পারথ: বিশ্বকাপ আসা মানেই টিভিতে শুরু হয়ে যায় জনপ্রিয় বিজ্ঞাপন। যেখানে ভারতকে হারানোর সুযোগ খোঁজেন পাক ক্রিকেট ভক্ত। এবং গেয়ে ওঠেন, 'মওকা, মওকা'।
এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপরাজেয়, এই মিথটা ভেঙে গিয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। সেই প্রথম বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার কী হবে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। যাঁরা মাঠে আসেন, যাঁরা বাড়িতে বসে খেলা দেখেন, সকলেই উত্তেজিত থাকেন। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।'
View this post on Instagram
রোহিত যোগ করেছেন, 'বেশিদূর নিয়ে এখনই ভাবনাচিন্তা করতে চাইছি না। সবার সেমিফাইনাল জিতে ফাইনালে খেলার ইচ্ছা আছে। আমরাও ব্যতিক্রম নই। তবে একেবারে শুরু থেকেই আমরা সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ ধরে ধরে নিয়ে ভাবছি। সব দলকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।'
আরও পড়ুন: বোর্ডের কমিটি থেকে সরে দাঁড়াক, তোপ প্রাক্তন কর্তার, আমল দিচ্ছেন না সৌরভ-অভিষেক