Hasan Ali Troll: ক্যাচ ফস্কানোয় আক্রমণের মুখে হাসান আলি, পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা
ICC Men's T20 World Cup 2021: হাসান আলি একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন। সে কথা উল্লেখ করেও তাঁকে আক্রমণ করা হচ্ছে। তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ট্যুইটারে ট্রেন্ডিং #INDwithHasanAli।
![Hasan Ali Troll: ক্যাচ ফস্কানোয় আক্রমণের মুখে হাসান আলি, পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা T20 World Cup INDwithHasanAli trends after pacer receives backlash on social media over a dropped catch in semi-final Hasan Ali Troll: ক্যাচ ফস্কানোয় আক্রমণের মুখে হাসান আলি, পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/35617a87c68474979f631fd1ee7a43ec_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই পাকিস্তানে রাতারাতি জাতীয় খলনায়কে পরিণত হয়েছেন পেসার হাসান আলি। হারের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে হাসান আলিকে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ট্যুইটারে ট্রেন্ডিং #INDwithHasanAli।
গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার মহম্মদ রিজওয়ান। তিন নম্বরে নামা ফকর জামান ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩৯ রান করেন অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার হয়ে মিচেস স্টার্ক জোড়া উইকেট নেন। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চের (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অবশ্য পাল্টা লড়াই করেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৪৯) ও তিন নম্বরে নামা মিচেল মার্শ (২৮)। তবে পরপর স্টিভ স্মিথ (৫), ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের (৭) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মার্কাস স্টোইনিস (৪০ অপরাজিত) ও ম্য়াথু ওয়েডের (৪১ অপরাজিত) জুটি অসিদের দুরন্ত জয় এনে দেয়।
১৯-তম ওভারে শাহিন আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের ক্যাচ ধরতে ব্যর্থ হন হাসান আলি। এরপর টানা তিনটি ছক্কা মেরে এক ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন ম্যাথু ওয়েড। ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, একটি ক্যাচ মিসই খেলার ধারা বদলে দেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় হাসান আলিকে আক্রমণ শুরু হয়। হাসান আলি শিয়া মুসলিম। তিনি একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন। সেসব কথা উল্লেখ করেও তাঁকে আক্রমণ করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পাকিস্তানের সমর্থকদের এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্যের পাশাপাশি বাবর আজমের মন্তব্যেরও তীব্র সমালোচনা করছেন।
গতকাল ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে অবশ্য হাসান আলির পাশে দাঁড়িয়ে বাবর আজম বলেন, ‘হাসান আলির ক্যাচ মিসের জন্যই আমরা হেরে গিয়েছি, এটা আমার মনে হয় না। ও আমাদের দলের প্রধান বোলার। ও পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে। খেলার সময় ক্যাচ মিস হতেই পারে। ও লড়াই করছে। আমি ওর পাশে থাকব। কোনও খেলোয়াড় রোজ একইরকম পারফরম্যান্স দেখাতে পারে না। যাদের সময়টা ভাল যাচ্ছে, তারা ভাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা করে। হাসান আলি অবশ্যই ক্যাচ মিস করে মনমরা হয়ে আছে। আমরা ওর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। লোকজন অনেক কিছু বলছে। তবে আমরা ওর পাশে আছি।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)