Tamim Iqbal Retirement: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই কি সিদ্ধান্ত বদল? ২৪ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে ফের ২২ গজে তামিম
Tamim Iqbal: এরপরই সিদ্ধান্ত বদল করেন অবসরের। বিশ্বকাপের আগে তামিমের জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে সুখবর বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের জন্য।
ঢাকা: ২৪ ঘণ্টা আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় জানিয়েছেন। বিশ্বকাপের আগে তামিম ইকবালের এভাবে অবসরের সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তবে আজ ফের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে তাঁর ফোনও ধরছিলেন না তামিম। অবশেষে আজ সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, দেখা করেন তামিম ইকবাল। এরপরই সিদ্ধান্ত বদল করেন অবসরের। বিশ্বকাপের আগে তামিমের জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে সুখবর বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের জন্য।
সূত্রের খবর, আজ গণভবনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। পরিবারের সঙ্গেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন তামিম। সেখানেই বাংলাদেশের ক্রিকেট ও তামিমের আচমকা অবসর নিয়ে কথা বলেন শেখ হাসিনা। জানা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন গণভবনে। সেখানে সব পক্ষের দীর্ঘ আলোচনার পর এরপরই নাকি নিজের সিদ্ধান্ত বদলান তামিম।
বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। পরে পাপন বলেন, 'আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল এই সিদ্ধান্ত। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনও উপায় ছিল না যে, এমন সিদ্ধান্ত আসতে চলেছে। পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবে বলেছিল তামিম। মাশরাফি, শাকিব, তামিম, রিয়াদ, মুশফিকুর - এই সিনিয়র পাঁচ ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতোই না। আমি সবসময় বলেছি, আমাদের সেরা ওপেনার তামিম। সেরা ব্যাটার মুশফিক। সেরা খেলোয়াড় শাকিব।'
সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে তামিমকে। তবে পাপন জানিয়েছেন, ফোন ধরছেন না তামিম। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল, যিনি সম্পর্কে তামিমের ভাই, তাঁর মাধ্যমে যোগাযোগ করা যায়।
তামিম ফিরলে যে তিনিই অধিনায়ক হবেন, সেকথা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমকে সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। তবে এখনও পর্যন্ত সদ্য প্রাক্তন অধিনায়ক এই বিষয়ে কিছু বলেননি। শেষ পর্যন্ত তামিম যদি না ফেরেন, তবে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস।