চ্যাম্পিয়ন্স ট্রফি: লন্ডন হামলার জেরে নিরাপত্তা কঠোর, টিম হোটেলগুলি কার্যত দূর্গ
লন্ডন: লন্ডনে জঙ্গি হামলার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করল আইসিসি।
জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সবকটি দলের টিম হোটেল কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। আজ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে আইসিসি।
বিশেষ করে বার্মিংহামে আজকের ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ, ব্রিটিশ গোয়েন্দাদের রিপোর্ট, ম্যাচেও হামলা চালাতে পারে জঙ্গিরা।
পাশাপাশি, গোটা টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। যে যে ভ্যেনুতে খেলা হচ্ছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ডে একইসঙ্গে চলছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপও। সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচের কয়েকঘণ্টা আগে শনিবার রাতে মধ্য লন্ডনে তিন আততায়ী তাণ্ডব চালায়। শরীরে ভুয়ো বিস্ফোরক-জ্যাকেট পরে হাতে ছুরি নিয়ে হামলা চালায় তিন জঙ্গি।
প্রথমে, শহরের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজে একটি গাড়ি করে এসে পথচারীদের পিষে দেয় তারা। তারপর নিকটবর্তী একটি মার্কেটে ঢুকে বহু মানুষকে তারা ছুরি দিয়ে হামলা চালায়। এই ঘটনায় ৭ জন মারা যান। আরও ৪৮ জন আহত হন। এরপর, পুলিশ এসে তাদের গুলি করে হত্যা করে।