Rohit Sharma: ভুবনেশ্বর, হর্ষলকে নিয়ে বিশ্বকাপের আগে বড় বয়ান রোহিতের
Rohit Sharma PC: সব কিছু নিয়েই তৃতীয় টি-টোয়েন্টির পর মুখ খুললেন হিটম্যান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের খেলার কতটা সম্ভাবনা রয়েছে, তা নিয়েও কথা বলেন রোহিত।
মুম্বই: এশিয়া কাপে ফেভারিট হিসেবে মাঠে নেমেও ছিটকে যেতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টােয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে কিছুটা ক্ষতেতে প্রলেপ দেওয়া গিয়েছে। কিন্তু এখনও যে অনেক ভুল ত্রুটি শুধরানোর আছে, তা ভালমতই জানেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে। ডেথ বোলিং, ভুবনেশ্বর কুমারের অফফর্ম, হর্ষল পটেল, সব কিছু নিয়েই তৃতীয় টি-টোয়েন্টির পর মুখ খুললেন হিটম্যান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের খেলার কতটা সম্ভাবনা রয়েছে, তা নিয়েও কথা বলেন রোহিত।
কী বললেন ভারত অধিনায়ক?
ম্যাচের পর চোট কাটিয়ে দলে ফের হর্ষকে নিয়ে রোহিত বলেন, ''চোট থেকে ফিরে আসা সব সময়ই কঠিন। দুই মাস ক্রিকেট থেকে দূরে ছিল ও। যখনই বোলাররা চোট থেকে ফিরে আসে, তখনই কামব্য়াক সহজ হয় না। এই তিন ম্যাচে ওর পারফরম্যান্সের ভিত্তিতে আমরা ওকে বিচার করছি না। কারণ আমরা ওর দক্ষতা জানি। ও আমাদের জন্য এবং ওর ফ্র্যাঞ্চাইজির জন্য অতীতে অনেক কঠিন ওভারে বোলিং করেছে। ওর দক্ষতায় আমাদের আস্থা আছে। ওর উপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। এবং আমি নিশ্চিত যে ও ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছে। ও ওর বোলিংয়ে কঠোর পরিশ্রম করছে।'' উল্লেখ্য, হর্ষল পটেল গত সিরিজে তিন ম্যাচে মোট ৮ ওভার বল করে ৯৯ রান দিয়ে মাত্র ২ উইকেট তুলে নিয়েছেন।
ভুবনেশ্বর কুমারের মত সিনিয়র বোলারের এভাবে রান খরচ করাটাও চিন্তা বাড়িয়েছে। রোহিত নিজেও তা জানেন। তবে বিশ্বকাপের মঞ্চে অনফর্মের ভুবিকে পাওয়ার বিষয়ে আশাবাদী হিটম্যান। তিনি বলেন, ''ডেথ ওভারে বোলিং অত সহজ নয়। তবে আমরা ভুবনেশ্বরের সঙ্গে কথা বলছি। এরকম সময় ব্য়াটারকে কখনওই বুঝতে দেওয়া যাবে না নিজের পরিকল্পনা সম্পর্কে। ভুবির মত অভিজ্ঞ কারও পক্ষে এ সব বোঝা সহজ হবে। ওকে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি পুরনো ভুবনেশ্বর কুমারকে দেখতে পাব আমরা।''
এশিয়া কাপে পরপর ২ ম্যাচে ১৯ তম ওভারে ভুবনেশ্বর রান খরচ করেছিলেন ১৯ ও ১৪। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি ম্যাচে ১৬ রান খরচ করেছিলেন।
আরও পড়ুন: বিমানবন্দরেই দেদার সেলফির আবদার, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই ঘরে ফিরলেন ঝুলন