Sports Highlights: সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ? এশিয়া সেরা হরমনপ্রীতরা, সেরা খেলার খবরগুলো এক ঝলকে
Today Sports Highlights: সপ্তমবার এশিয়া কাপ খেতাব জিতে নিল ভারতীয় দল। দুরন্ত বোলিং পারফরম্যান্সের শ্রীলঙ্কাকে ৬৫ রানেই আটকে দেওয়ার পর ৬৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
কলকাতা: সিএবিতে ফের সৌরভ? প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন, জানিয়ে দিলেন মহারাজ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের ভারত। বুমরাকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কী বললেন রোহিত। দেখে নিন খেলার খবরের এক ঝলক।
সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন সৌরভ
হ্যাঁ, সম্ভাবনাই সত্যি হল। সিএবি প্রেসিডেন্ট (CAB President) পদে লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবিপি লাইভেই আমরা প্রথম আপনাদের জানিয়েছিলাম এই খবর। আর এবার সেই খবরেই সিলমোহর পড়ে গেল। শনিবার সিএবিতে (Cab) দাঁড়িয়ে সৌরভ বলেন, ''আমার বিরুদ্ধে অনেক কুৎসা শুনতে পাচ্ছি। যাবতীয় কিছুর জবাব দিতেই সিএবি প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।''
এদিকে, সৌরভ প্রেসিডেন্ট পদে লড়বেন, এই খবর শোনার পর থেকেই বিরোধী শিবিরও ঘুঁটি সাজাচ্ছে। বিরোধী শিবিরের কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেল, সৌরভ প্রেসিডেন্ট হলে তাঁরা মেনে নিতে প্রস্তুত, তবে সেক্ষেত্রে, বাকি পদগুলোর অঙ্ক জমে উঠতে পারে। সৌরভ প্রেসিডেন্ট ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সচিব, সমীকরণ এত সহজ নাও হতে পারে।
এশিয়া সেরা স্মৃতি, দীপ্তিরা
শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে রেকর্ড সপ্তমবার এশিয়া কাপ খেতাব জিতে নিল ভারতীয় দল। দুরন্ত বোলিং পারফরম্যান্সের শ্রীলঙ্কাকে ৬৫ রানেই আটকে দেওয়ার পর ৬৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। বল হাতে রেণুকা সিংহের দাপটের পর ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান করেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
৬৬ রানের লক্ষ্য একেবারেই বেশি ছিল না। রান তাড়া করতে জিততে বেশি কসরতও করতে হল না ভারতীয় দলকে। শেফালি ভার্মা অবশ্য এদিন রান পাননি। তিনি মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক জেমাইমাও দুই রানের বেশি করতে পারেননি। তবে অপরপ্রান্তে স্মৃতি কার্যত একাই ভারতের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত ১১ রানে অপরাজিত থাকেন। ৮.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
সেমিফাইনালে তাইল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানের বড় ব্যবধানে দুরন্ত জয় পেয়েছিল ভারত। সেই একাদশ থেকে একটি বদল করে এদিন মাঠে নামে ভারত। রাধা যাদবের বদলে ফাইনালে ভারতীয় একাদশে ফেরেন হেমলতা। এদিন টসে জেতেন চামারি। বড় ম্যাচে প্রথমে বোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলারই পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা। সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চামারি। তবে শ্রীলঙ্কান দলের শুরুটাও ভাল হয়নি। ১০ রানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। নতুন বল হাতে আগুন ঝরান রেণুকা ঠাকুর (Renuka Thakur)।