Tokyo Olympics 2020: বক্সিংয়ে সেমিতে হার, টোকিওয় ব্রোঞ্জ জিতলেন লভলিনা
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বোর্গোহাইকে।
টোকিও: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বোর্গোহাইকে। এদিন তিনি হেরে গেলেন তুরস্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। ৬৪-৬৯ কেজি মহিলাদের ওয়েল্টার বিভাগে বিশ্বের ১ নম্বর বুসেনাজ সুরমেনলির বিরুদ্ধে হার মানতে হল লভলিনাকে। ৫-০ ব্য়বধানে এদিন হার মানতে হয় লভলিনাকে। বেশ কয়েকবার ভাল পাঞ্চ করলেও অভিজ্ঞতাতেই এদিন মূলত বাজিমাত করেন তরুস্কের বক্সার। দ্বিতীয় রাউন্ডে একটা সময় তুরস্কের বক্সারের থেকেও ভাল পারফর্ম চোখে পড়ছিল লভলিনার। কিন্তু পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জয় হাসিল করে নেন বুসেনাজ সুরমেনলি।
তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমে এদিন সেমিতে হারতে হয় ভারতের এই তরুণ মহিলা বক্সারকে। আগেই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছিলেন বক্সার লভলিনা বোর্গোহাই। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন ৪-১ ফলে।
খুব অল্পের জন্য প্রথম রাউন্ডে এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। সোনা জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে। উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর বক্সিংয়ে অলিম্পিক্স পদক জিতলেন লভলিনা।
এর আগে বক্সিংয়ে ২০০৮ অলিম্পিক্সে বিজেন্দর সিংহ পদক জিতেছিলেন। এরপর ২০১২ লন্ডন অলিম্পিক্সে কিংবদন্তি মেরি কমও পদক জিতেছিলেন। ২ জনেই অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন লভলিনাও ব্রোঞ্জ জিতলেন। প্রথমবার অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন লভলিনা। আর প্রথমবারেই পদক জিতে বাড়ি ফিরছেন।