Tokyo Olympics 2020 Live: টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী সিন্ধু
টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ২ টো পদক পেয়েছে ভারত। ভারোত্তােলনে মীরাবাঈ চানু রুপো জিতেছেন। আর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন।
LIVE
Background
টোকিও: অলিম্পিক্সে পদকের দৌড়ে ভারতের পুরুষ হকি দল। মঙ্গলবার সাত সকালে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে লজ্জার হার ছাড়া টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে মনপ্রীত সিংহর দল। দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ আগের ম্যাচে গোল করেছেন। মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ভারত।
এছাড়াও আগামীকাল মহিলাদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেসন গ্রুপ এ-তে নামছেন ভারতের অন্নু রানি। ভোর ৫.৫০-এ হবে এই ইভেন্টের খেলা। পুরুষদের শট পাট কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে বিকেল পৌনে চারটেয় নামছেন তেজিন্দরপাল সিংহ টুর। কুস্তিতে মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে সোনম মালিক বনাম বোলোরতুয়া খুরেলখু-র ম্যাচ। যোগ্যতা অর্জন করলে সোনম মালিক খেলবেন মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগের কোয়ার্টারফাইনালে। এরপর যোগ্যতা অর্জন করলে সেমিফাইনালে খেলবেন সোনম মালিক। সকাল সাড়ে ছয়টায় পুরুষদের টুর্রামেন্টের কোয়ার্টার ফাইনালে ম্যাচ স্লোভিনিয়ার বিরুদ্ধে জার্মানির।ভোর সাড়ে পাঁচ টায় পুরুষদের টুর্নামেন্টে মুখোমুখি কানাডা ও আরওসি। ভোর সাড়ে পাঁচটায় বিচ ভলিবলে মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। টেবিল টেনিসে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ রয়েছে জাপান ও সুইডেনের মধ্যে।
Tokyo Olympics 2020 Live: কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত-আর্জেন্তিনা লড়াই
কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়।
Tokyo Olympics 2020 Live: দুয়ারেভের সোনা
পুরুষদের ভারোত্তোলনে ১০৯ কেজি বিভাগে সোনা জিতলেন উজবেকিস্তানের আকবর দুয়ারেভ।
Tokyo Olympics 2020 Live: দেশে ফিরলেন সিন্ধু
টোকিও থেকে দেশে ফিরলেন পদকজয়ী পি ভি সিন্ধু। নয়াদিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁকে।
Tokyo Olympics 2020 Live: প্রত্যাশাপূরণে ব্যর্থ তজিন্দরপাল
শট পাটের ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের তজিন্দরপাল সিংহ তুর। প্রত্যাশাপূরণ করতে পারলেন না তিনি।
Tokyo Olympics 2020 Live: ১২ নম্বরে নেমে গেলেন তজিন্দরপাল
শট পাটে ১২ নম্বরে নেমে গেলেন ভারতের তজিন্দরপাল সিংহ তুর।