Sports HIghlights: সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে সিন্ধু, ম্যান ইউয়ে এরিকসেন, খেলার দুনিয়ার সারাদিনের সব খবর
Top Sports News: সিঙ্গাপুর ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Man U) যোগ দিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
কলকাতা: সিঙ্গাপুর ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Man U) যোগ দিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
সিন্ধুর জয়, সাইনার হার
টোকিও অলিম্পিক্সের পর ফের পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) সেমিফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা। তবে কোয়ার্টার ফাইনালে তাঁর লড়াই সহজ হয়নি। বেশ কষ্ট করেই জিততে হয়েছে সিন্ধুকে।
সিন্ধুর জয়ের দিনই হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। যিনি ২০১০ সালে ভারতের প্রথম শাটলার হিসাবে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন। হেরে ছিটকে গিয়েছেন এইচএস প্রণয়ও।
ভারতের একমাত্র পদক স্বপ্ন এখন সিন্ধুকে ঘিরে। তিনি যদি জেতেন, ২০১৭ সালের পর প্রথমবার সিঙ্গাপুর ওপেনে ভারতের তেরঙা উড়বে।
ম্যান ইউয়ে এরিকসেন
ইউরো কাপের (Euro Cup) সেই দৃশ্য এখনও অনেকে ভুলতে পারেননি। কোপেনহাগেনের পার্কেন স্টেডিয়ামে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। ম্যাচ চলাকালীন আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। ডেনমার্কের (Denmark) ফুটবলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অনেকে তো তাঁর প্রাণহানির আশঙ্কা করেছিলেন।
শেষ পর্যন্ত রক্ষা পান এরিকসেন। দ্রুত সিপিআর শুরু হওয়ায় আর আপদকালীন পরিস্থিতিতে চিকিৎসা শুরু হওয়ায় প্রাণরক্ষা হয় ডেনমার্কের তারকার। সেই এরিকসেন এবার যোগ দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। শুক্রবার প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হল যে, এরিকসেনকে সই করানো হয়েছে। রেড ডেভিলদের হয়েই আগামী মরসুমে খেলবেন তিনি।
সৌরভদের ভবিষ্যৎ নির্ধারণ
ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের (Sourav Ganguly and Jay Shah) ভবিষ্যৎ কী? জানতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল বোর্ড।
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের দ্রুত শুনানির জন্য পুনরায় আবেদন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত দু'বছর ধরে শীর্ষ আদালতে ঝুলে রয়েছে বিষয়টি।
২০২০ সালে মে মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর ভবিষ্যৎ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিসিসিআই। তবে গত বছর ১৬ এপ্রিল শেষবার বিষয়টি উত্থাপিত হয় শীর্ষ আদালতে। বিসিসিআইয়ের তরফে আইনজীবী পিএস পটওয়ালিয়া প্রধান বিচারপ্রতি এনভি রামান্না ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বোর্ডের আবেদন পৌঁছে দেন। উল্লেখ্য, শেষবার মামলিটি শুনানি হয়েছিল বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে, যিনি এবছর জুনে অবসর নিয়েছেন।
বোর্ডের আবেদনে শীর্ষ আদালত সাড়াও দিয়েছে। প্রধান বিচারপতি রামান্না জানিয়েছেন যে, মামলাটি নথিভূক্ত করা গেলে আগামী সপ্তাহেই শুনানি হবে।
অবসরের ইঙ্গিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন তামিম ইকবাল (Tamim Iqbal)? শুধু তিনি একাই নন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যতম তিন মুখ। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপই হয়তো হতে চলেছে তাঁদের শেষ টুর্নামেন্ট।
বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh Cricket Team) ইতিহাসে সফলতম 'পঞ্চপাণ্ডবের' মধ্যে মাশরাফি বিন মোর্তাজা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মুশফিকুর রহিম, শাকিব আল হাসান ও তামিম ইকবাল এখনও খেলে যাচ্ছেন। মাশরাফি বাদ বাকি যে চারজন বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে দলে রয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপটাই তাঁদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে মনে করছেন ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
বিরাট সমর্থন
ওভালে ভারত-ইংল্যান্ডের (India vs England) চলতি সিরিজের প্রথম ওয়ান ডেতে কুঁচকির চোটের জেরে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে বৃহস্পতিবার (১৪ জুলাই) দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন করেন কোহলি। তাঁর থেকে স্বাভাবিকভাবই প্রচুর প্রত্যাশা ছিল। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ 'কিং কোহলি'।
টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে মাত্র ১২ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় ওয়ান ডেতে মাত্র ১৬ রানেই সাজঘরে ফিরতে হল কোহলি। ৭৭টি আন্তর্জাতিক ইনিংস হয়ে গেল কোহলির কোনও শতরান নেই। চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা, উঠেছে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার রবও। কিন্তু এই সবের মধ্যেও আবারও কোহলির পাশেই দাঁড়িয়েছেন বর্তমান টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। এমনকী কোহলি ফর্ম না থাকায় শান্তি পেয়েছেন বলে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) দাবি করলেও, তিনিও কিন্তু কোহলির সমর্থনেই কথা বলছেন।
বাটলার বলেন, আমার মনে হয় ওর কয়েকটা ইনিংসে রান না পাওয়াটা দিনের শেষে একটু শান্তি দেয়, এই কারণে যে, এটা প্রমাণ করে ও (কোহলি) মানুষ। দুই-তিনটে ইনিংস যে কারুরই খারাপ যেতে পারে। তবে ও মতান্তরে কিন্তু বিশ্বের সেরা ওয়ান ডে খেলোয়াড়। বহু বছর ধরে ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে। যে কারুরই তো এমন সময় যায় যখন সে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে না। কিন্তু এমন একজন খেলোয়াড়র শীঘ্রই একটা বড় ইনিংস খেলে ফর্মে ফিরে আসবে, তা নিশ্চিত। প্রতিপক্ষ অধিনায়ক হিসাবে এটাই আশা করছি, যে সেই ইনিংসটা যেন আমাদের বিরুদ্ধে না আসে।
আরও পড়ুন: 'এই দুঃসময়ও কেটে যাবে', অফফর্মের কোহলির পাশে বাবর আজম