T20 World Cup: স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জিম্বাবোয়ে
T20 World Cup: স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ওপেনে নেমে মুনসে অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫৪ রান করে আউট হন তিনি। কিন্তু বাকিরা আর কেউই সেভাবে বড় রান করতে পারেননি।
![T20 World Cup: স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জিম্বাবোয়ে Twenty20 World Cup 2022: Zimbabwe Beat Scotland by Five Wickets to Enter Super 12 T20 World Cup: স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জিম্বাবোয়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/448996e8111208fc3e0f52c7969465991666412575899206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হোবার্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে জায়গা করে নিল জিম্বাবোয়ে। স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে নক আউট পর্বে উঠে গেল তারা। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। সুপার ১২-তে জায়গা করে নেওয়ার জন্য় এই রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে জিততেই হত। আর ঠিক সেই কাজটাই করল জিম্বাবোয়ে। দলকে সামনে থেকে নেতৃত্বে দিলেন ক্রেগ আরভিন।
স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ওপেনে নেমে মুনসে অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫৪ রান করে আউট হন তিনি। কিন্তু বাকিরা আর কেউই সেভাবে বড় রান করতে পারেননি। অধিনায়ক বেরিংটন ১৩ করেন। জিম্বাবােয়ের বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন চাতারা, এনগারাভা। ১টি করে উইকেট নেন মুজারাবানি ও সিকান্দার রাজা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবোয়ে। ৫৮ রানের ইনিংস খেলেন ক্রেগ এরভিন। ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন সিকান্দার রাজা। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
View this post on Instagram
এদিকে, নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র (T20 World Cup Super 12) দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন।
আরও পড়ুন: আজ কখন, কোথায় দেখবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ? কে করবে বাজিমাত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)