NCA Camp: এনসিএতে অনূর্ধ্ব১৯ এমার্জিং ক্যাম্প, ভার্চুয়ালি উপস্থিত মিতালি, ঝুলন
NCA Camp 2022: প্রথম জন এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালেও দ্বিতীয় জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এনসিএতে ক্যাম্প আয়োজিত হচ্ছে।
মুম্বই: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে এই মুহূর্তে চলছে অনূর্ধ্ব১৯ মেয়েদের ক্যাম্প। আর সেই ক্যাম্পেই ভবিষ্যৎ প্রজন্মকে গুরুত্বপূর্ণ টিপস দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ২ কিংবদন্তি ক্রিকেটার। সশরীরে না থাকলে ভার্চুয়ালি এই ক্যাম্পে উপস্থিতি ছিলেন ঝুলন গোস্বামী ও মিতালি রাজ। প্রথম জন এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালেও দ্বিতীয় জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কয়েকটি ছবি। সেখানে দেখা যাচ্ছে যে ঝুলন ও মিতালিরা কথা বলছেন ছোট ছোট মেয়েদের সঙ্গে। বয়সভিত্তিক জাতীয় দলের অংশ মহিলা দলের সব সদস্যই উপস্থিত ছিলেন।
View this post on Instagram
এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথমবার কমনওয়েলথ গেমসের মঞ্চে অংশ নিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে হরমনপ্রীতের দল। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই সোনা জিতে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
কী বলছেন হরমনপ্রীত কৌর?
ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ''ফাইনালে জায়গা করে নেওয়াটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের জন্য অন্য়তম সেরা একটি মঞ্চ। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলছি। আমরা যদি সোনা জিতে যাই, তবে এই সোনা জয় অনেক কিছু বদলে দিতে পারে।''
হরমনপ্রীত আরও বলেন, ''সোনা জিতি বা না জিতি তা আমাদের হাতে নেই। কিন্তু আমরা ভাল পারফর্ম করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই মাঠে।''