Fifa World Cup 2022: 'যুদ্ধ নয়, শান্তি চাই', কাতার বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে বার্তা ইউক্রেন ফুটবলারদের
World Cup 2022: স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের প্লে অফের ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন। ওয়েলসের বিরুদ্ধে সেই ম্যাচ খেললেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবেন ইউক্রেন।
কিভ: যুদ্ধবিধ্বস্ত দেশ। প্রতিমুহূর্তে গোলাবর্ষণ, বন্দুকের গুলি, বোমার আওয়াজ। কান পাতলেই শুনতে পাওয়া যায় বেঁচে থাকার কাতর আর্তি। মৃত্যুঘণ্টা বাজছে, তবুও স্বপ্ন দেখার ইচ্ছে প্রতিমুহূর্ত। হয়ত ঘুরে দাঁড়াবে একদিন ইউক্রেন (Ukrain)। আর সেই ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছে ইউক্রেন জাতীয় ফুটবল দল (Ukrain national Football Team)। স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের প্লে অফের ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন। ওয়েলসের বিরুদ্ধে সেই ম্যাচ খেললেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবেন ইউক্রেন।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ইউক্রেন। খেলার ৩৩ মিনিটের মাথায় আন্দ্রে ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধের আগে ১-০ গোলে এগিয়ে ছিল ইউক্রেন। বিরতি থেকে ফিরে রোমান ইয়ারেমচুকের গোলে ব্যবধান দ্বিগুন করেন ওলেকজান্দ্র পেট্রাকভ শিষ্যরা। এরপর খেলার ৭৯ মিনিটের মাথায় স্কটল্য়ান্ড ব্য়বধান কমায়। ৭৯ মিনিটে গোল করে স্কটল্যান্ডের ম্যাকগ্রেগের। একসময় মনে হচ্ছিল যে এই ম্যাচ হয়ত ড্র হতে চলেছে। কিন্তু এই দেশটি গত ১ বছর ধরে যা সহ্য করছে, তার পর অন্তত হাল ছাড়তে জানে না কখনওই। তাইই হল। অতিরিক্ত সময়ে আর্টেম দোভোয়িক ম্যাচে ইউক্রেনের হয়ে জয়সূচক গোলটি করেন। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন। আগামী রবিবার ওয়েলসের বিরুদ্ধে প্লে-অফের ফাইনালে মাঠে নামবে ইউক্রেন। জয়ী দল সরাসরি অংশ নিবে বিশ্বকাপের মূলপর্বে।
ম্যাচের পর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি তাঁর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ''২ ঘণ্টার জন্য অনেক আনন্দ দিলে তোমরা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে! ওরা আজ মাঠে নেমেছিল, ওরা আজ লড়াই করেছে, ওরা আজ জয় ছিনিয়ে নিয়েছে, কারণ ওরা ইউক্রেনীয়।''
কাতার বিশ্বকাপের মূলপর্বে উঠলে যে গ্রুপে জায়গা করে নেবে ইউক্রেন, সেই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।
আরও পড়ুন: মেসি-শো, ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বধ করে Finalissima জয় আর্জেন্তিনার