মিটল ভিসা ও স্পনসর সমস্যা, হকি বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান
করাচি: শঙ্কার অবসান। ভিসা সমস্যায় মিটে যাওয়ায় ভূবনেশ্বরে শুরু হতে চলা আসন্ন হকি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে ভারতে আসছে পাকিস্তান। একইসঙ্গে মিটে গিয়েছে দলের স্পনসর সমস্যাও। ফলে, পাক হকি দলের ভারতে আসা এবং বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে কোনও বাধা রইল না। পাক হকি ফেডারেশনের সচিব শাহবাজ আহমেদ জানান, দলের নতুন স্পনসর ইতিমধ্যই ৯০ লক্ষ পাকিস্তানি টাকা দিয়েছে। যা দিয়ে দল ও সাপোর্ট স্টাফদের যাতায়াত ও থাকার খরচ মিটে যাবে। আগামী ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর-- ভূবনেশ্বরে হতে চলেছে হকি বিশ্বকাপ। তাতে অংশগ্রহণ করছে ৬টি দেশ। শাহবাজ জানান, খেলোয়াড়রা ভিসা পেলেও, দলের নবনিযুক্ত প্রধান কোচ তৌকির দার ও সহকারী কোচ দানিশ কালিমের ভিসা এখনও আসেনি। তবে, ভারতীয় হাই-কমিশন জানিয়েছে, এই দুজনের ভিসার বন্দোবস্তও শীঘ্রই হয়ে যাবে। এদিকে, এদিনই জাতীয় দল ঘোষণা করল পাকিস্তান। একটি পরিবর্তন ছাড়া সম্প্রতি, মাস্কাটে এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দলটিই রাখা হয়েছে।