Novak Djokovic: টেলর ফ্রিৎজকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিতে আলকারাজের সামনে জোকার
US Open 2025: গোটা য়ুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা।

যুক্তরাষ্ট্র: আরও একটা সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে সার্বিয়ান টেনিস তারকার। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে দিলেন জোকার। খেলার ফল নোভাকের পক্ষে ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪। শেষ চারে জোকারের খেলা কার্লোস আলকারাজের বিরুদ্ধে।
গোটা য়ুক্তরাষ্ট্র ওপেনেই এখনও পর্যন্ত খুব বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকারকে। এদিনও হেসেখেলেই জিতে নেন সার্বিয়ান তারকা। ২৫ গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ওঠার মুখেই রেকর্ড গড়েছিলেন। টেক্কা দিয়েছিলেন রজার ফেডেরারকে। এদিন ফ্রিৎজকে কোয়ার্টারে হারিয়ে কোর্টেই নামতে দেখা যায় জোকারকে। আসলে তাঁর ছোট্ট মেয়ের জন্মদিন ছিল। এই জয় তাকেই ডেডিকেট করলেন জোকার। এই নিয়ে রেকর্ড ৫৩ বার কোনও গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। যুক্তরাষ্ট্র ওপেনে এই নিয়ে ১৪ বার সেমিতে উঠলেন। এদিন প্রথম দুটো গেলে দাঁড়াতেই দেননি ফ্রিৎজকে জোকার। কিন্তু তৃতীয় গেমে পাল্টা প্রত্যাঘাত করেন ফ্রিৎজ। তবে চার নম্বর গেমে ফের জয় ছিনিয়ে নেন জােকার। এদিন ম্য়াচের শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ''খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। যে কেউ জিততে পারত। দ্বিতীয় সেটে গুরুত্বপূর্ণ কিছু ব্রেক পয়েন্ট বাঁচাতে পেরে আমি ভাগ্যবান। দ্বিতীয় এবং তৃতীয় সেটের বেশির ভাগ সময়ে ফ্রিৎজ ভাল খেলেছে। শেষ গেমটা তো দুর্দান্ত হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে টেলর ডবল ফল্ট করল।''
আলকারাজ অবশ্য সেমিফািনালের আগে মূলত গলফ খেলেই মানসিকভাবে নিজেকে হালকা করছেন। সের্জিও গার্সিয়ার সঙ্গে অনুশীলন সারছেন এই মুহূর্তে। স্প্যানিশ টেনিস তারকা বলেন, ''২০২০ সালের পর থেকে আরও বেশি করে খেলা শুরু করি। গলফ কোর্সে চলে যাই এখন। গলফের প্রেমে পড়ে গিয়েছি। গলফ খেলতে নামলে মনে বেশ শান্তি আসে। নিজের খেলারও উন্নতি হয়।''
কোয়ার্টার ফাইনালে ওঠার পথেই রেকর্ড গড়েছিলেন জোকার। এক মরশুমে সবগুলো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার সংখ্য়াটা রজারের ক্ষেত্রে ৮। এবার তা ছাপিয়ে নবমবার এক মরশুমে সব গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে জায়গা করে নিলেন জোকার। গত অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের সেমিফাইনালে জ্যাক সিনারের বিরুদ্ধে হারতে হয়েছিল তাঁকে। নিজের রেকর্ডই নিজে ভেঙে দিয়েছেন নােভাক। ৩৪ পেরনোর পর আর কোনও টেনিস প্লেয়ার এই নজির গড়তে পারেনি।






















