এক্সপ্লোর
ভারতের বিশ্বকাপ জয়ের একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, মনে করছেন বেঙ্গসরকার
আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের ট্রফি জেতার দুর্দান্ত একটা সুযোগ রয়েছে বলে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার।

মুম্বই: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের ট্রফি জেতার দুর্দান্ত একটা সুযোগ রয়েছে বলে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। আগামী ৩০ মে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে। ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেঙ্গসরকার বলেছেন, বিশ্বকাপ জেতার দুর্দান্ত একটা সুযোগ পেয়েছে ভারত। অন্তত শেষ চারে তো তারা যাবেই। তবে ফাইনালের ব্যাপারে আমি কোনও ভবিষ্যতবাণী করতে চায় না। কিন্তু আমাদের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং সব প্লেয়ারই ভালো ফর্মে রয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গিয়ে একদিনের সিরিজ জিতে ফিরেছে কোহলির দল। অনেক বিশেষজ্ঞই ভারতকে অন্যতম ফেভারিট ভাবছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















