Vijay Hazare Trophy Highlights: শেষ বলে রুদ্ধশ্বাস জয় কার্তিকদের, ফাইনালে সামনে ধবনের হিমাচল
BCCI Domestic Cricket News: বিজয় হাজারে ট্রফিতে নাটকীয় দিন ছিল শুক্রবার। একদিকে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে ঋষি ধবন। অন্যদিকে সৌরাষ্ট্রকে শেষ বলের থ্রিলারে হারিয়ে ফাইনালে দীনেশ কার্তিকদের তামিলনাড়ু।
নয়াদিল্লি: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) নাটকীয় দিন ছিল শুক্রবার। একদিকে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে ঋষি ধবন (Rishi Dhawan)। একার কাঁধে চাপিয়ে হিমাচল প্রদেশকে ফাইনালে নিয়ে গেলেন অলরাউন্ডার। অন্যদিকে সৌরাষ্ট্রকে শেষ বলের থ্রিলারে হারিয়ে ফাইনালে ধবনদের মুখোমুখি দীনেশ কার্তিকদের (Dinesh Karthik) তামিলনাড়ু।
গ্রুপ লিগ থেকে সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সোরাষ্ট্র। তবে তামিলানড়ুর বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে হার মানতে হল তাদের। হারলেও ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালায় সৌরাষ্ট্র। সেমিফাইনালে শেষ বলের থ্রিলারে সৌরাষ্ট্রকে ২ উইকেটে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করে তামিলনাড়ু। প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। শেষ বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন সাই কিশোর।
সেমিফাইনালে সৌরাষ্ট্রের হয়ে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শেল্ডন জ্যাকসন। ১২৫ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। অর্পিত বাসবদা ৪০ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তামিলনাড়ু বোলারদের মধ্যে বিজয় শঙ্কর ৭২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ৫৪ রানে ৩টি উইকেট নেন রঘুপতি।
জবাবে তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমে বাবা অপরাজিত ১২৪ বলে ১২২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ভাই বাবা ইন্দ্রজিৎ ৫ট চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৫০ রান করেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দীনেশ কার্তিক ২৬ বলে ৩১ রান করেন। ওয়াশিংটন সুন্দর ৮টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। শাহরুখ খান করেন ১১ বলে ১৭ রান। সাই কিশোর ৯ বলে ১২ রান করে নটআউট থাকেন।
অন্য়দিকে কার্যত একার কাঁধে করে হিমাচল প্রদেশকে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তুললেন ঋষি ধবন। মূলত ধাওয়ানের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই সেমিফাইনালে সার্ভিসেসকে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে হিমাচল। সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হিমাচল প্রদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে। ক্যাপ্টেন ধবন দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করে আউট হন। ৭৭ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস ৪৬.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায়। ক্যাপ্টেন রজত পালিওয়াল ৫৫, রবি চৌহান ৪৫ ও দেবেন্দ্র লোচাব ৩৪ রান করেন। ঋষি ধাওয়ান ৮.১ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
আরও পড়ুন: বড়দিনে মানবিক উদ্যোগ, ৩০ হাজার অনাথের খাবারের আয়োজন কেকেআরের