Virat Kohli: সম্পূর্ণ ফিট না হয়েও দেশের স্বার্থে মাঠে নেমেছিলেন বিরাট, কবে?
Virat Kohli: ফিটনেস টেস্টে পাস করতেই হবে, এই প্যারামিটার চালু করেছিলেন বিরাটই। একশো তম টেস্ট খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাটার বিরাটের থেকেও যেই সময় সবচেয়ে বেশি আলোচ্য কোহলির ফিটনেস।
মুম্বই: ভারতীয় ক্রিকেটে ফিটনেস ইস্যুকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটে ইয়ো ইয়ো টেস্ট চালু হয়েছে বিরাটের জমানায়। দলে জায়গা পেতে হলে ফিটনেস টেস্টে পাস করতেই হবে, এই প্যারামিটার চালু করেছিলেন বিরাটই। একশো তম টেস্ট খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাটার বিরাটের থেকেও যেই সময় সবচেয়ে বেশি আলোচ্য কোহলির ফিটনেস।
চোটের জন্য বিরাট কোহলি ম্যাচ মিস করেছেন, খুব একটা মনে পড়ে না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরমশালা টেস্টে চোটের জন্য মিস করছিলেন ম্যাচ। কিন্তু নিজের কেরিয়ারের শুরুর দিকে মাঝে মাঝে চোটের সম্মুখিন হতে হয়েছিল কোহলিকেও। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালের আগেও নাকি ভীষণ ব্যথা ছিল বিরাটের ঘাড়ে ও চোয়ালে। কিন্তু তা নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সেই ভারতীয় দলের ফিজিও আশিস কৌশিক বলেন, "বিরাটের মধ্যে একপ্রকার অভিনব ক্ষমতা রয়েছে যার ফলে ও বিভিন্ন চোট-আঘাতকে খুব সহজেই ট্যাকল করতে পারে। ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে পাকিস্তান ম্যাচের আগের দিন ওঁর ঘাড়ে ও চোয়ালে খুব ব্যথা ছিল। কিন্তু ও বিষয়টিকে খুব একটা পাত্তাও দেয়নি। মাঠেও নেমে পড়েছিল পরের দিন।''
কৌশিক আরও বলেন, ''নিজের ওপর অগাধ বিশ্বাসই বিরাটকে এই জায়গায় নিয়ে গিয়েছে। ও সবসয়ম ফিটনেসের ওপর কাজ করতে ভালোবাসে। বিশ্বের সেরা অ্যাথলিটদের সঙ্গে নিজেকে পাল্লা দিতে চায়। ফেল ক্রিকেটের ২২ গজে অন্যদের থেকে এই জায়গাটায় ওঁ অনেকটাই এগিয়ে।''
তাঁদের সম্পর্ক নিয়ে অনেকরকম জল্পনা। তবে শততম টেস্টে খেলতে নামা বিরাট কোহলিকে (Virat Kohli) বিশেষ সম্মান জানিয়ে মন জিতে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রথম দিনে ব্যাট করতে নামার সময় মোহালির দর্শকরা ‘কোহলি কোহলি’ জয়ধ্বনিতে মাঠ মুখরিত করে তুলেছিল। ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড়ের হাত দিয়ে বিশেষ স্মারকও দেওয়া হয়েছিল কোহলিকে। এবার দ্বিতীয় দিনে ভারতীয় দল বোলিং করতে নামলে কোহলিকে ‘গার্ড অফ অনার’ দিয়ে মাঠে স্বাগত জানালেন রোহিত শর্মা-সহ গোটা ভারতীয় দল। কোহলি আগে মাঠে নেমে গেলেও অধিনায়ক রোহিত তাঁকে ‘গার্ড অফ অনার’ দেবেন বলেই আবার মাঠে ঢুকতে অনুরোধ করেন।
সতীর্থদের থেকে পাওয়া সম্মানে উচ্ছ্বসিত তো বটেই, খানিকটা লজ্জিতও দেখায় কোহলিকে। মাথা নিচু করে তিনি সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। রোহিতের সঙ্গে করমর্দন করে তাঁকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেও দেখা যায় কোহলিকে।