এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নয়া নজিরের সামনে বিরাট
ভারতের মাটিতে এখনও পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর রান এখন ৯৯৪। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাত্র ৬ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ১,০০০ রান করার রেকর্ড গড়বেন বিরাট। তাঁর আগে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল (১,৪৩০) ও কলিন মুনরো (১,০০০) দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১,০০০ রান করেন।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৭৪ ম্যাচে ৫১.২৬ গড়ে ২,৫৬৩ রান করেছেন বিরাট। তাঁর সর্বোচ্চ রান ৯৪। ভারতের মাটিতে এখনও পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহ-অধিনায়ক রোহিত শর্মাকে টপকে ভারতের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন বিরাট। এবার তিনি আরও একটি নজির গড়ার মুখে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement