(Source: ECI/ABP News/ABP Majha)
Virat-Anushka: সঙ্গী স্ত্রী অনুষ্কা, আইপিএলের মাঝেই ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টনে মজলেন বিরাট কোহলি
Virushka: এক কমপ্লেক্সের দুই ভাগ্যবান বাসিন্দা এদিন বিরুষ্কার বিপরীতে ব্যাডমিন্টন কোর্টে নামেন। বিরুষ্কাকে বেশ খোশমেজাজে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়।
বেঙ্গালুরু: রমরমিয়ে চলছে আইপিএলের ষোড়শ সংস্করণ। নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসির হালকা চোট থাকায় গত দুই ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দল দুই ম্যাচেই জয়ও পেয়েছেন। রবিবারের, ২৩ এপ্রিলের পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কাল বুধবার, ২৬ এপ্রিল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আবার মাঠে নামবেন কোহলিরা। সেই ম্যাচের আগেই অন্য ভূমিকায় দেখা গেল কোহলিকে।
ব্যাড-প্যাড ছেড়ে ব্যাডমিন্টন ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন কোহলি। তবে তিনি একা নন, তাঁকে ব্যাডমিন্টন কোর্টে সঙ্গ দেন স্ত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। বেঙ্গালুরুতে সোমবার, তারকা দম্পতিকে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। তবে হঠাৎ কেন ব্য়াডমিন্টনে মজলেন বিরুষ্কা (Virushka)। আসলে তারকা দম্পতি ভারতের খেলাধুলোর চল বাড়ানোর উদ্দেশ্যে 'লেট দেয়ার বি স্পোর্ট' নামক এক উদ্যোগের অন্তর্গত ব্যাডমিন্টন খেলেন। বিরাট এবং অনুষ্কা উভয়ই বারংবার শারীরিক ফিটনেস নিয়ে মুখ খুলেছেন। সুস্থ-স্বাভাবিক জীবন যাপনে খেলাধুলোর প্রয়োজনীয়তা বোঝাতেই তাই উভয়েই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেই কারণেই বিরুষ্কাকে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়।
বেঙ্গালুরুর এক কমপ্লেক্সে বিরাট ও অনুষ্কা ব্যাডমিন্টন খেলতে হাজির হয়েছিলেন। সেখানে বিরুষ্কা জুটি বেঁধে একটি মিক্সড ডাবলস ম্যাচ খেলেন। হঠাৎই ওই কমপ্লেক্সে হাজির হয়ে সকলকে খানিকটা চমকেই দেন বিরাট, অনুষ্কা। এরপর নিজেদের প্রতিদিনের কাজে ব্যস্ত কর্মচারীদের তাঁরা কেন ফিটনেসকে প্রাধান্য দেওয়া উচিত, সেই বিষয়টি ব্যাখা করেন এবং তাঁদের সঙ্গে মজার কয়েকটি ফিটনেস চ্যালেঞ্জও করেন। সেই চ্যালেঞ্জের মধ্যে এই ব্যাডমিন্টন ম্যাচ ছিল অন্যতম। উক্ত কমপ্লেক্সের দুই ভাগ্যবান বাসিন্দা এদিন বিরুষ্কার বিপরীতে কোর্টে নামেন। বিরুষ্কাকে খোশমেজাজে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় এই ব্যাডমিন্টন ম্যাচের একটি ভিডিও পোস্ট করেন।
View this post on Instagram
এই বিষয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেন, 'খেলাধুলো তো সবার জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের প্রতিদিনের সূচি থেকে একটু সময় বের করে এখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করা এবং সকলকে এই ফিটনেস চ্যালেঞ্জটা নিতে উদ্বুদ্ধ করাটা আমরা বেশ উপভোগ করেছি। আশা করছি আজকের এই ম্যাচের পর আরও অনেকে খেলাধুলো করতে এবং ফিটনেস বজায় রাখতে উদ্যোগী হবেন।' অনুষ্কা এই বিষয়ে বলেন, 'স্কুল, কলেজে খেলাধুলোর প্রতি সর্বদা সমান গুরুত্ব দেওয়া উচিত, কারণ ছোট বয়স থেকেই খেলাধুলো করলে দীর্ঘদিন ফিটনেসটা ধরে রাখা যায়। আমার জীবনের অনেকটা সময় আমি বেঙ্গালুরুতে কাটিয়েছি। তাই এখানকার লোকেদের সঙ্গে কথা বলা ও তাদের ফিটনেস সম্পর্কে অবগত করতে পেরে বেশ ভালই লাগছে। বিরাট এবং এখানকার স্থানীয়দের সঙ্গে এই ব্যাডমিন্টন ম্যাচ খেলাটা কিন্তু আমি দারুণ উপভোগ করেছি।'
তবে বিরাট-অনুষ্কাই শুধু নন, এই উদ্যোগে বিরাটের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর কাছের বন্ধু তথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। বিরাট ও সুনীল সম্প্রতি এই উদ্যোগ মারফৎ আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের ছোটবেলার না না কাহিনি সকলের সামনে তুলে ধরেন এবং তাঁদের জীবনে খেলা ও ফিটনেসের গুরুত্ব ঠিক কতটাস সেই নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: বড় জরিমানা কোহলির, বিরাট-সহ ব্যাঙ্গালোরের গোটা দলের জরিমানা