এক্সপ্লোর
Advertisement
বিরাটের অপরাজিত ৭২, দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত
তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে।
মোহালি: দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজেই সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। জয়ের নায়ক অধিনায়ক বিরাট কোহলি। ৫২ বলে তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করে অপরাজিত থাকেন বিরাট। শিখর ধবন করেন ৪০ রান। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ভারতীয় দলের সিরিজ হারার সম্ভাবনা নেই। তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে।
এদিন মোহালিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৪৯ রান করে। সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। টেম্বা বাভুমা করেন ৪৯ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন দীপক চাহার। ওপেনার রোহিত শর্মা ১২ রান করেই ফিরে গেলেও, বিরাট ও ধবনের দাপটে জয় পেতে ভারতের কোনও সমস্যাই হয়নি। তবে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (৪) এদিনও ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ। শ্রেয়স আয়ার ১৬ রানে অপরাজিত থাকেন। তিনিই বাউন্ডারি মেরে ভারতীয় দলকে ম্যাচ জেতান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement