এক্সপ্লোর
Virat Kohli:খাবার থেকে সতীর্থ বদলালেও বদলায়নি সাফল্যের খিদে, রঞ্জি প্রত্যাবর্তনের আগে কোহলির কড়া অনুশীলন
Ranji Trophy: ২০১২ সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচের পর ফের একবার রঞ্জিতে খেলতে নামছেন কোহলি।
দিল্লির অনুশীলনে খোশমেজাজে কোহলি (ছবি: পিটিআই)
1/10

মঙ্গলবার যে তিনি দিল্লি রঞ্জি দলের অনুশীলনে যোগ দেবেন তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেইমতোই জমিয়ে অনুশীলন সারলেন তিনি।
2/10

মঙ্গলবার কোটলায় সকাল নয়টায় তাঁর কালো রঙের গাড়ি বীরেন্দ্র সহবাগ গেট দিয়ে কোটলায় ঢোকা থেকেই তাঁর দিকে নজর ছিল। পাক্কা তিন ঘণ্টা মাঠে ছিলেন তিনি।
Published at : 28 Jan 2025 09:59 PM (IST)
আরও দেখুন






















