Vamika Kohli Viral Photo: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভামিকার ছবি, কী বিবৃতি দিলেন বিরুষ্কা?
Vamika Kohli Viral Photo: কিন্তু এরমধ্যেই যে এই ভাবে ভাইরাল হয়ে যাবে তাঁদের মেয়ের ছবি তা ভাবতেও পারেননি বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)।
![Vamika Kohli Viral Photo: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভামিকার ছবি, কী বিবৃতি দিলেন বিরুষ্কা? Virat Kohli Requests Not to publish Daughter Vamika image on social, websites after pic goes viral Vamika Kohli Viral Photo: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভামিকার ছবি, কী বিবৃতি দিলেন বিরুষ্কা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/86c74bc241248c3f729c3e787e74888f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কেপটাউন: মাত্র কয়েক সেকেণ্ডের ব্যাপার। কিন্তু এরমধ্যেই যে এই ভাবে ভাইরাল হয়ে যাবে তাঁদের মেয়ের ছবি তা ভাবতেও পারেননি বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। তারকা দম্পতি এর আগে বারবার ক্যামেরার থেকে দূরে সরিয়ে রেখেছেন নিজেদের কন্য়াসন্তানকে। কিন্তু এবার আর পারলেন না। কেপটাউনে বিরাট অর্ধশতরান হাঁকানোর পর মেয়েকে কোলে নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন অনুষ্কা। ঠিক কয়েক সেকেণ্ডের মধ্যেই ক্যামেরা ফোকাস করে বলি অভিনেত্রীর কোল থাকা তাঁদের সন্তান ভামিকাকে। বাবার সেলিব্রেশন বুঝতে না পারলেও বেশ উপভোগ করছিলেন তাড়িয় তাড়িয়ে একরত্তি মেয়েটি। কিন্তু এরপরই পুরো সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হয়ে যায় ভামিকার ছবি। খেলার পরে যা জানতে পারেন বিরুষ্কা। এবার নিজেদের সোশ্য়াল মিডিয়ায় ফের বিবৃতি দিলেন ২ জনেই। অনুষ্কা ও বিরাট ২ জনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি স্টেডিয়ামে গতকাল তোলা হয়েছে ৷ আমরা জানতাম না ক্যামেরা তখন আমাদের দিকে ছিল ৷ আগেও বলেছি, আবারও অনুরোধ করছি আমাদের মেয়ের ছবি তুলবেন না কিংবা প্রকাশ্যে আনবেন না ৷ দয়া করে ভামিকার ছবি তুলবেন না অথবা কোথাও পাবলিশ করবেন না, এটাই অনুরোধ। কারণটা এর আগেও আমরা জানিয়েছি ৷ ধন্যবাদ।''
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকার বয়স মাত্র ১ বছর। প্রথম থেকেই মেয়েকে নিয়ে তাঁরা গোপনীয়তা বজায় রেখেছেন। একাধিক সময়ে তাঁরা পরিষ্কার জানিয়েছেন যে মেয়ের ছবি প্রকাশ্যে আসুক তাঁরা চান না। বিভিন্ন সময়ে পাপারাৎজি ও মিডিয়ায় অনুরোধ করেছেন বিরাট ও অনুষ্কা যেন ভামিকার ছবি কোথাও ছাপা না হয়। সম্প্রতি অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে মিডিয়া ও পাপারাৎজিদের ধন্যবাদও জানান। কারণ তাঁরা বিরুষ্কার কথার সম্মান করেই ভামিকার কোনও ছবি কোথাও পোস্ট করেননি।
কিন্তু শেষ রক্ষা হল না। কয়েক ঝলক স্ট্যান্ডে মায়ের কোলে ভামিকাকে দেখা যেতেই তার স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হল। জনৈক নেটিজেনের এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বিরুষ্কা অনুরাগীরা। তাঁদের বক্তব্য, বিরুষ্কার সিদ্ধান্তকে সম্মান করেই যেন ভামিকার ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)