অন্যদিকে, গত কয়েকটি ইনিংসে রাহানে রান করতে পারেননি।
2/7
এই টেস্টে ব্যর্থ হলেও এর আগের ৯ টেস্ট ইনিংসে ৫ টি হাফসেঞ্চুরি ও ১ একটি সেঞ্চুরি এসেছিল রোহিতের ব্যাট থেকে।
3/7
রোহিতকে প্রথম একাদশে রাখা সংক্রান্ত প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে রোহিতকে দলে রাখা হয়েছিল।
4/7
এই ম্যাচে টেস্ট স্পেশ্যালিস্ট আজিঙ্কা রাহানের জায়গায় রোহিত শর্মাকে প্রথম একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট। প্রথম থেকেই এই সিদ্ধান্ত নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। হারের পর তা জোরদার হয়। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১১ ও ১০ রান।
5/7
হারের পর দলের বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
6/7
কেপটাউনের নিউল্যান্ডসে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একদিন বাকি থাকতেই আয়োজক দেশ ১-০ এগিয়ে গেল। নিউল্যান্ডের বাউন্সি ও দ্রুতগতির পিচে ভারতীয় ব্যাটিং লাইনআপের হতশ্রী দশা ফুটে উঠল।
7/7
ফিলান্ডারের নেতৃত্বে পেস ব্যাটারির দাপটে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারিয়ে দিয়েছে।