IND vs SA Test: নেটে অশ্বিনের বলে নাগাড়ে ছক্কা বিরাটের, নতুন বছরের প্রথম দিনেই অনুশীলনে মগ্ন টিম ইন্ডিয়া
IND vs SA, 2nd Test: প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে একমাত্র লড়াই করেছিলেন বিরাট কোহলি। ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কিং কোহলি।
![IND vs SA Test: নেটে অশ্বিনের বলে নাগাড়ে ছক্কা বিরাটের, নতুন বছরের প্রথম দিনেই অনুশীলনে মগ্ন টিম ইন্ডিয়া Virat Kohli smashes R Ashwin for a big hit as India go full throttle at nets on New Year's Day get to know IND vs SA Test: নেটে অশ্বিনের বলে নাগাড়ে ছক্কা বিরাটের, নতুন বছরের প্রথম দিনেই অনুশীলনে মগ্ন টিম ইন্ডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/02/1d8791128fcf14c6cff9900665e84b1f1704162925437206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কেপটাউন: প্রথম টেস্টে হারতে হয়েছে ইনিংসে। তাই নতুন বছর পরলেও সেলিব্রেশনের আমেজ নয়, কোথাও যেন একটু গম্ভীর আবহ ভারতীয় দলের (Indian Cricket Team) অন্দরমহলে। সিরিজ হার থেকে বাঁচতে বুধবার থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্টে (Capetown Test) জয় পেতেই হবে। ড্র করলেও সিরিজ হার বাঁচানো যাবে না। এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথম দিনেই নেটে কড়া প্রস্তুতিতে মগ্ন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।
প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে একমাত্র লড়াই করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কিং কোহলি। নতুন বছরের প্রথম দিনে নেটে একটি বেশিই আগ্রাসী মেজাজে দেখা গেল তাঁকে। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বেশ কয়েকবার ছক্কা হাঁকালেন এগিয়ে এসে। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানেই অনুশীলন সারলেন সবাই। তবে এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা ও যশস্বী জয়সওয়াল। তবে এঁরা প্রত্যেকেই সুপারস্পোর্টস পার্কে হওয়া অপশনাল অনুশীলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য়, রামধনুর দেশের টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) প্রথম ম্যাচ প্রবল হতাশায় সমাপ্ত হয়। দল তো ইনিংস এবং ৩২ রানে ম্যাচ হারেই, ব্যাটার রোহিতও সম্পূর্ণ ব্যর্থ হন। প্রথম ইনিংসে মাত্র পাঁচ করেন রোহিত। আর দ্বিতীয় ইনিংসে তো খাতাই খুলতে পারেননি। উভয় ক্ষেত্রেই তাঁকে কাগিসো রাবাডা সাজঘরে ফেরান। ম্যাচে অধিনায়ক রোহিতের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠে। প্রশ্ন তোলেন খোদ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) ভারত নিজেদের শেষ চার টেস্ট ম্যাচেই পরাজিত হয়েছে। এর জেরেই রোহিতকে প্রবল সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস ব্রদিনাথ (S Badrinath)। তাঁর মতে রোহিতের থেকে বিরাট কোহলি (iN) ব্যাটার হিসাবে বেশি ভাল এবং তাঁরই ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত।
বদ্রিনাথ সম্প্রতি বলেন, 'টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির রেকর্ড তো দুর্দান্ত। অধিনায়ক হিসাবে ৫২-র গড়ে কোহলি পাঁচ হাজার রান করেছে। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে ১৭টি হেরেছে। ওর নেতৃত্বেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দুরন্ত সিরিজ় জয় পাই। ও গ্রেম স্মিথ, স্টিভ ওয়া এবং রিকি পন্টিংয়ে পর সফলতম টেস্ট অধিনায়ক।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)