Virat Kohli: লন্ডনে মেয়ের সঙ্গে খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন 'বিরুষ্কা', ভাইরাল ভিডিও
Virushka: এক ভাইরাল ভিডিওতে বিরাটকে তাঁর অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। অনুষ্কা মত্ত ছিলেন মেয়ে ভামিকার সঙ্গে খুনসুটিতে।
লন্ডন: বিশ্বকাপ শেষ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও তিনি খেলবেন না। বিশ্বকাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত বিরাট কোহলি। লন্ডনে ক্যামেরাবন্দি হলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
বিসিসিআইয়ের তরফে সদ্যই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সীমিত ওভারের দুই সিরিজ়ের একটিতেও নেই বিরাট কোহলি। বিবৃতিতে জানানো হয়েছে বিরাট সাদা বলের সিরিজ় থেকে বিরাট বিশ্রাম চেয়েছেন এবং সেই কারণেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ়ে নেই। অনির্দিষ্টকালের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বিরাট সরে দাঁড়াতে আগ্রহী বলেও শোনা যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। সেই দলে অবশ্য বিরাট রয়েছেন। তবে তার আগে এখনও হাতে অনেকটা সময় রয়েছে। সেই সুযোগেই সপরিবারে বিলেতে ছুটি কাটাতে রওনা দিয়েছেন বিরাট কোহলি। বিরুষ্কা এবং তাঁদের কণ্যা ভামিকাকে উইন্ডার ওয়ান্ডারল্যান্ডে দেখা গিয়েছে। এক ভিডিওতে বিরাটকে সেখানে উপস্থিত তাঁর অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। অনুষ্কা মত্ত ছিলেন মেয়ে ভামিকার সঙ্গে খুনসুটিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।
@imVkohli and @AnushkaSharma spotted in Winter wonderland, Hyde park, London. pic.twitter.com/AdoeWgZgyk
— Tujhme Rab Dikhta Hai, Yaara main kya karoon? (@Taanispov) November 30, 2023
বিরাটের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়ে বিশ্রাম নিয়েছেন ভারতীয় দলের আরেক মহাতারকা তথা অধিনায়ক রোহিত শর্মাও। দুই তারকার অনুপস্থিতিতে ভারতীয় দলকে টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব এবং ওয়ান ডেতে কেএল রাহুল নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: লক্ষ্য টেস্ট ক্রিকেট খেলা, সাদা বল বিশেষজ্ঞের তকমা ঝেড়ে ফেলতে মুখিয়ে দীপক চাহার