Virat Kohli: ভেগান কোহলির পাতে চিকেন টিক্কা! ছবি দেখে জল্পনা ভক্তদের
Kohli Instagram: ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে ছুটি কাটাচ্ছেন বিরাট। তার মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে চমক দিলেন কোহলি।
![Virat Kohli: ভেগান কোহলির পাতে চিকেন টিক্কা! ছবি দেখে জল্পনা ভক্তদের Virat Kohli stumps fans with 'mock chicken tikka' story on Instagram Virat Kohli: ভেগান কোহলির পাতে চিকেন টিক্কা! ছবি দেখে জল্পনা ভক্তদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/13/8b0a89903f9d25b1432924597da8e2df170246507597150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: বহুদিন আগেই আমিষ খাবার বর্জন করেছেন তিনি। নিজেকে ফিট রাখতে ভেগান হয়েছেন। সেই বিরাট কোহলি (Virat Kohli) কি এবার আমিষ খাওয়া-দাওয়া শুরু করলেন?
ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে ছুটি কাটাচ্ছেন বিরাট। বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে খেলেননি বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজেও খেলছেন না তিনি। আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়েই রয়েছে প্রশ্ন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে রয়েছেন কোহলি। আপাতত তিনি লন্ডনে। সেখানেই মঙ্গলবার নিজের ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেছেন কোহলি।
তার মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে চমক দিলেন কোহলি। নিজের খাবারের প্লেটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোহলি। সেখানে তাঁর পাতে দেখা গিয়েছে চিকেন টিক্কা! যা দেখে হতবাক হয়ে যান তাঁর অনুরাগীরা। আলোচনা শুরু হয়ে যায়, তাহলে কি ফের আমিষ হলেন কোহলি?
যদিও রহস্য উন্মোচন করেছেন কোহলি নিজেই। ছবির ক্যাপশনেই জানিয়েছেন, সেটি আসলে চিকেন টিক্কা নয়। ভেজ পদ। সেই সঙ্গে রাঁধুনির তারিফও করেছেন কোহলি। লিখেছেন, 'নকল চিকেন টিক্কা কাবাবের মতোই লাগছে, অপূর্ব...'
বছর কয়েক আগে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন কোহলি। তাঁর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য আমিষ বর্জন করেন। হয়ে যান ভেগান।
ভারতীয় ক্রিকেটের পাওয়ার কাপল তাঁরা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli And Anushka Sharma)। তাঁদের প্রেমের সম্পর্ক, তাঁদের ভালবাসার কাহিনি তাঁদের একে অপরের প্রতি অমোঘ আকর্ষণের কাহিনি যে কোনও রুপোলি পর্দার গল্পকেও হার মানাবে। এই তারকা দম্পতি তাঁদের বিবাহিত জীবনের ৬ বছরে পা রাখলেন। বিশেষ দিনে কাছের মানুষদের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করলেন বিরুষ্কা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে প্রিয় মানুষকে নিয়ে একটি পোস্টও করেছেন অনুষ্কা। সেখানে তিনি লিখেছেন, ''ভালোবাসায় পরিপূর্ণ একটি দিন কাটল পরিবার এবং বন্ধুদের সঙ্গে। ইনস্টাগ্রামে পোস্ট করতে দেরি করে ফেললাম কী? অন্তহীনের ৬ বছর পূর্ণ হল আমার ভালোবাসার সঙ্গে।'' তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। সামান্থা রুথ প্রভু লেখেন, ''পছন্দের জুটিকে শুভ বিবাহবার্ষিকী।'' পিভি সিন্ধু লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী।'' এক অনুরাগী আবার লেখেন, ''বিশ্বকাপের পর এই প্রথম চিকু ভাইকে (বিরাট) হাসতে দেখছি।' কেউ লিখেছেন, ''জাস্ট লুকিং লাইক এ ওয়াও।''
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)