Virat Kohli: ''ও কখনওই লোভী নয়'', বিরাট বিতর্কে মন্তব্য ছোটবেলার কোচ রাজকুমার শর্মার
Virat Kohli: এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) দিকেও আঙুল উঠেছে। কিন্তু পালটা বোর্ডের তরফেও বলা হয়েছে যে উপযুক্ত প্রমাণ রয়েছে তাদের কাছেও।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) দ্বন্দ্বও ক্রমেই চরমে পৌঁছোচ্ছে। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) দিকেও আঙুল উঠেছে। কিন্তু পালটা বোর্ডের তরফেও বলা হয়েছে যে উপযুক্ত প্রমাণ রয়েছে তাদের কাছেও। তবে বিরাট (virat) -নেতৃত্ব সব ইস্যু নিয়ে এবার মুখ খুললেন তাঁর ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা।
এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ''বিরাট কোনও কিছুর জন্যই লোভী নয়। আমি জানি এখন ও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েই ভাববে। বিষয়গুলো মাথায় থাকবে, কিন্তু যখন একবার ও মাঠে নামে, তখন অন্য কিছু বড় নয় ওর কাছে। ওর নিজের ওপর বিশ্বাস আছে। নিজের ১০০ শতাংশ দিতে তৈরি থাকে ও সব সময়।''
ভারতীয় ক্রিকেট অনেক বিতর্কিত অধ্যায় দেখেছে। জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappele) তিক্ততা থেকে শুরু করে বোর্ডের প্রশাসনে হেভিওয়েট ব্যক্তিত্বদের সংঘাত, কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মতানৈক্য বা সাম্প্রতিকতম কোহলি-রোহিত শর্মার (Rohit Sharma) ঠাণ্ডা সম্পর্ক নিয়ে জল্পনা, দেশের ক্রিকেটমহল সরগরম থেকেছে।
কিন্তু তাই বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবেন সদ্য অপসারিত অধিনায়ক, তাও আবার ভরা সাংবাদিক বৈঠকে! স্মৃতি হাতড়েও এরকম বেনজির কাণ্ড মনে করতে পারছেন না ভারতীয় ক্রিকেটের হালহকিকত জানা কেউই।
বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি নিজে বিরাটের সঙ্গে যোগাযোগ করে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। সৌরভ ঘনিষ্ঠ মহল থেকে এও বলা হয়েছিল যে, বিরাট টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ব্যাপারে অবিচল ছিলেন এবং বোর্ড কর্তা থেকে শুরু করে নির্বাচকদের কেউই চাননি সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটের জন্য দুই পৃথক অধিনায়ক রাখতে। সেই কারণেই রোহিতকে পাকাপাকিভাবে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: আসন্ন আইপিএলে লখনউয়ের কোচের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার