IPL 2022: আসন্ন আইপিএলে লখনউয়ের কোচের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার
IPL 2022: সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার (flower)। তবে এই প্রথমবার পূর্ণ সময়ের দায়িত্ব নেবেন তিনি। কে এল রাহুলকেও (k l rahul) নিতে পারে দলটি। সেক্ষেত্রে ২ জনে ফের জুটি বাঁধবেন।
লখনউ: আইপিএলে আগামী মরসুমে লখনউ ফ্র্যাঞ্চাইজির কোচ নির্বাচিত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। এর আগে গত দুই মরসুমে আইপিএলে পঞ্জাব কিংসের (punjab kings) সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার (flower)। তবে এই প্রথমবার পূর্ণ সময়ের দায়িত্ব নেবেন তিনি। কে এল রাহুলকেও (k l rahul) নিতে পারে দলটি। সেক্ষেত্রে ২ জনে ফের জুটি বাঁধবেন।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ''খেলোয়াড় এবং কোচ হিসেবে ক্রিকেটের ইতিহাসে অসামান্য অবদান রয়েছে অ্যান্ডির। ওঁর পেশাদারিত্বকে আমরা সম্মান করি। আশা করি দলের প্রতি আমাদের মতাদর্শ এবং মূল্যবোধকে সঙ্গে নিয়েই উনি কাজ করবেন।'' নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ফ্লাওয়ার বলেন, ''লখনউতে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। সুযোগ পেয়ে আপ্লুত। ১৯৯৩ সালে প্রথম বার ভারত সফরের পর থেকে এই দেশে খেলতে পেরে এবং কোচিং করাতে পেরে সম্মানিত বোধ করেছি। ক্রিকেটের প্রতি এখানকার সমর্থকদের ভালবাসার কোনও তুলনা নেই।''
Former Zimbabwe captain and wicketkeeper Andy Flower will coach IPL's Lucknow franchise.
— RP Sanjiv Goenka Group (@rpsggroup) December 17, 2021
Dr Sanjiv Goenka, Owner, Lucknow IPL team welcomed Andy to the RPSG family.#IndianPremierLeague #LucknowIPL #LucknowIPLTeam #Cricket #AndyFlower @IPL pic.twitter.com/RwTeony9ym
এদিকে, আসন্ন আইপিএলের আগেই যে দল ছাড়তে চলেছে কে এল রাহুল। তা শোনা যাচ্ছিল। সূত্রের খবর টুর্নামেন্টে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের তরফে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুলকে। তাঁকে ২০ কোটি টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। পঞ্জাব কিংসে ১১ কোটি টাকা পাওয়া রাহুল যে স্বাভাবিকভাবেই নতুন দলের দিকে পা বাড়াবেন তা নিশ্চিত। এখনও অফিশিয়ালি কিছু যদিও জানানো হয়নি। তবে পঞ্জাব কিংসের তরফেও এবার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনও প্লেয়ারকেই রিটেন করছে না।
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের কাছেও নাকি এমনই প্রস্তাব গিয়েছে। তাঁকেও মোট১৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। রশিদ নাকি ইতিমধ্যেই হায়দরাবাদকে জানিয়ে দিয়েছেন, তাঁর বেতন বাড়িয়ে ১৪-১৬ কোটি টাকা করতে হবে। না হলে তিনি লখনউয়ে যোগ দেবেন।