এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নরসিংহের বিষয়ে নাডার রায় খতিয়ে দেখবে ওয়াডা
নয়াদিল্লি: ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) কুস্তিগির নরসিংহ যাদবের উপর থেকে ডোপিংয়ের অভিযোগ তুলে নিলেও, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) এই রায় খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিতে চাইছে।
ওয়াডা-র কমিউনিকেশনস ডিরেক্টর ম্যাগি ডুরান্ড বলেছেন, তাঁরা নাডা-কে নরসিংহের বিষয়ে যাবতীয় তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এখন এ বিষয়ে এর বেশি কোনও মন্তব্য করবেন না তাঁরা।
দীর্ঘ সওয়াল-জবাবের পর নরিসংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তুলে নিয়েছে নাডা। তবে নাডা-র ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল বলেছেন, ওয়াডা বা অন্য কোনও সংস্থা এই রায়ের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন জানাতেই পারে।
ওয়াডা ক্যাস-এ আবেদন জানাবে কি না স্পষ্ট নয়। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেননি ডুরান্ড। ফলে ডোপিংয়ের অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য নরসিংহকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। ওয়াডা যদি ক্যাস-এ আবেদন জানায়, তাহলে অ্যাড হক কমিটি দ্রুত সিদ্ধান্ত নেবে। ফলে অভিযোগ মুক্ত হলে রিও অলিম্পিকে যোগ দিতে পারবেন নরসিংহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement