এক্সপ্লোর
ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে ওয়ার্নের প্রস্তাব: বলে বদল, ফিল্ডিংয়ে বিধিনিষেধ প্রত্যাহার
পুণে: ক্রিকেট খেলাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একগুচ্ছ প্রস্তাব দিলেন কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। খেলায় ভারাসাম্য আনার জন্য ক্রিকেট বলে পরিবর্তন, একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের বিধিনিষেধ তুলে নেওয়া, টি-২০ ম্যাচে চার জন বোলারকে ব্যবহারের নিয়ম চালু করার মতো প্রস্তাব দিয়েছেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনার বলেছেন, এখনও পর্যন্ত ক্রিকেটে যত পরিবর্তন হয়েছে, তার সবই ব্যাট বা ফিল্ডিংয়ে। বলের ক্ষেত্রে কোনও বদল হয়নি। ১০০ বছর আগে যে বলে খেলা হত, এখনও সেই বলেই খেলা হচ্ছে। ব্যাটের আকার এবং ওজন বেড়েছে, বাউন্ডারি ছোট হয়েছে, ফিল্ডিংয়ের ক্ষেত্রে বিধিনিষেধ চালু হয়েছে, কিন্তু বল একইরকম আছে। এটা ঠিক না। বলেও পরিবর্তন দরকার।
ভারতের প্রথম ক্রীড়া সাহিত্য সম্মেলনে ওয়ার্ন এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, মাঠ আরও বড় হওয়া দরকার। বাউন্ডারির মাপও বাড়ানো উচিত। এছাড়া ফিল্ডারদের কোথায় দাঁড় করাবেন, সেই সিদ্ধান্ত অধিনায়কের উপরেই ছেড়ে দেওয়া উচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement