এক্সপ্লোর
দেখুন: বয়স হলেও বোলিংয়ে এখনও ধারালো আক্রম, প্রদর্শনী ম্যাচে সুইংয়ে আউট করলেন শোয়েব মালিককে
নয়াদিল্লি: ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন ১৪ বছরেরও আগে। কিন্তু এখনকার ব্যাটসম্যানদেরও বেগ দেওয়ার ক্ষমতা যে তাঁর রয়েছে তা দেখালেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার ওয়াসিম আক্রম। খেলায় সময় সুলতান অফ সুইং নামে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস-এর প্রদর্শনী ম্যাচে ৫১ বছরের আক্রমের বোলিংয়ে দেখা গেল সেই সুইংয়ের ঝলক। ছোট্ট একটা স্পেলে ইমরান নাজির ও শোয়েব মালিকদের মতো পাক ক্রিকেটারদের কিছু সুইং বোলিং করলেন আক্রম। বয়স হয়েছে তো কী! বল হাতে আক্রম ভয়ঙ্করই। ইমরান কোনওরকমে আউট হওয়ার হাত থেকে বাঁচলেন। কিন্তু শোয়েব মাত্র ২ রান করে আক্রমের সুইংয়ে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন। প্রদর্শনী ম্যাচে সুলতান একাদশের হয়ে শোয়েবের তুফান একাদশের বিরুদ্ধে খেলেন আক্রম। তাঁর প্রথম বলটাই অফ স্ট্যাম্পের বাইরে সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাট বাড়িয়ে দেন শোয়েব। অল্পের জন্য তা ব্যাটে লাগেনি। কিন্তু দ্বিতীয় বলে আর রেহাই পেলেন না শোয়েব। আউট হয়ে গেলেন তিনি।
Wasim Akram to Shoaib Malik today in Multan - first ball play and miss, 2nd ball out #Cricket pic.twitter.com/0JowCWusvF
— Saj Sadiq (@Saj_PakPassion) February 4, 2018
অবসরের এত বছর পরেও এভাবে বলকে সুইং করাতে পেরে যে আক্রম খুশি, তা তাঁর হাসি দেখেই স্পষ্ট। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















