এক্সপ্লোর
Advertisement
দেখুন, প্যাট কামিন্সের বাউন্সারে ঘাড়ে মারাত্মক চোট পেলেন করুণারত্নে
ক্যানবেরা: ফের ক্রিকেট মাঠে ফিরে এল ফিল হিউজেস আতঙ্ক। অস্ট্রেলিয়ার এই প্রয়াত ক্রিকেটারের মতোই বাউন্সার সামলাতে না পেরে মারাত্মক চোট পেলেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে। তাঁকে হাসপাতালে ভর্তি করা। তবে শেষ খবর অনুযায়ী, এই ক্রিকেটার বিপদমুক্ত। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
— Mr Gentleman (@183_264) February 2, 2019
আজ মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৩১-তম ওভারে প্যাট কামিন্সের ১৪২ কিমি গতিতে আসা একটি বাউন্সার সামাল দিতে না পেরে ঘাড়ে চোট পান করুণারত্নে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাঁর দিকে ছুটে যান দু’দলের ক্রিকেটার ও চিকিৎসকরা। মাঠেই শুরু হয়ে যায় চিকিৎসা। এরপর অ্যাম্বুল্যান্সে করে করুণারত্নেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সংজ্ঞা আছে বলেই জানা গিয়েছে। শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংঘ জানান, ‘ও এখন হাসপাতালে আছে। তবে ও ভাল আছে। চিকিৎসকরা ওকে পরীক্ষা করছেন। বিপদের আশঙ্কা নেই।’ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, যাবতীয় শারীরিক পরীক্ষার পর করুণারত্নেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
— Mr Gentleman (@183_264) February 2, 2019
আজ ৫ উইকেটে ৫৩৪ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। জো বার্নস ১৮০, ট্রেভিস হেড ১৬১ ও কার্টিস প্যাটারসন অপরাজিত ১১৪ রান করেন। জবাবে দিনের শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১২৩। চোট পাওয়ার আগে ৪৬ রান করেন করুণারত্নে।
— Mr Gentleman (@183_264) February 2, 2019
— Mr Gentleman (@183_264) February 2, 2019
UPDATE: Dimuth Karunaratne has been discharged from Canberra hospital following assessment and all cleared. A further update will be provided on his
playing status tomorrow prior to play. MORE: https://t.co/Xhc2Xk6vGe pic.twitter.com/wYsMwqv5Kx
— cricket.com.au (@cricketcomau) February 2, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement