এক্সপ্লোর
Advertisement
দেখুন: মাঠেই খুলে গেল প্যান্ট, তবু দুরন্ত ফিল্ডিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে রান আউট মার্নাস লাবুশানের
কভারে ফিল্ডিং করছিলেন লাবুশানে। একটি ড্রাইভ শরীর ছুড়ে ধরেন তিনি। মাটির সঙ্গে ঘর্ষণে তাঁর প্যান্টটি কোমর থেকে নেমে যায়। তবে তাতে লাবুশানেকে দমানো যায়নি। তিনি ক্ষিপ্রতার সঙ্গে বল থ্রো করেন উইকেটকিপারকে। রান আউট হয়ে যান ব্যাটসম্যান ক্রিস ট্রেমেইন।
সিডনি: সদ্যসমাপ্ত অ্যাশেজ সিরিজে মাথায় চোট পাওয়া স্টিভ স্মিথের পরিবর্ত হিসাবে তড়িঘড়ি নেমে নজর কেড়েছিলেন। সেই মার্নাস লাবুশানে ফের প্রমাণ করলেন, মাঠে লড়াইয়ের এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট মার্শ কাপে মুখোমুখি হয়েছিল কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া। কুইন্সল্যান্ডের হয়ে ম্যাচটি খেলেন লাবুশানে। প্রথমে ব্যাট করে তাঁরা করেন ৩২২/৯। উসমান খোয়াজা সেঞ্চুরি করেন। লাবুশানে করেন ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৮ রানে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া। বড় জয় তুলে নেয় কুইন্সল্যান্ড।
ঘটনাটি ভিক্টোরিয়া ইনিংসের ২৯তম ওভারের। কভারে ফিল্ডিং করছিলেন লাবুশানে। একটি ড্রাইভ শরীর ছুড়ে ধরেন তিনি। মাটির সঙ্গে ঘর্ষণে তাঁর প্যান্টটি কোমর থেকে নেমে যায়। তবে তাতে লাবুশানেকে দমানো যায়নি। তিনি ক্ষিপ্রতার সঙ্গে বল থ্রো করেন উইকেটকিপারকে। রান আউট হয়ে যান ব্যাটসম্যান ক্রিস ট্রেমেইন। পরে সেই ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে মজা করে লেখা হয়, ‘প্যান্ট না থাকলেও লাবুশানেকে দমিয়ে রাখা যায় না।’View this post on InstagramNo pants, no worries for @marnus3 with this cheeky #MarshCup run-out 🤭
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement