এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুর্ভাগ্যজনক আউট
কলম্বো: ক্রিকেটের শতাধিক বছরের ইতিহাসে বহু ব্যাটসম্যানই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে যেভাবে আউট হলেন শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, সেভাবে বোধহয় অন্য কোনও ব্যাটসম্যান আউট হননি। দ্বিতীয় রান নেওয়ার সময় ক্রিজে ঢুকে গিয়েও, উইকেটকিপার মুশফিকুর রহিম বেল ফেলে দেওয়ার মুহূর্তে শূন্যে থাকায় রান আউট হলেন চান্দিমাল।
#SLvBAN pic.twitter.com/zybctAbcZS
— Sai Kishore (@DivingSlip) April 1, 2017
তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে এই ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শ্রীলঙ্কা। ২১ রান করেছেন চান্দিমাল। এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে হারাতে থাকে বাংলাদেশ। শেষপর্যন্ত ২১০ রানে অলআউট হয়ে যায় মাশরাফি মোর্তাজার দল। শাকিব আল হাসান ৫৪ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি। চান্দিমাল এভাবে আউট হওয়ার জন্য হতাশ হলেও, তাঁর দল সিরিজে সমতা ফেরাল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
উত্তর ২৪ পরগনা
খবর
খবর
Advertisement