এক্সপ্লোর
Advertisement
দেখুন: ডিআরএস-এর জন্য নয়া কৌশল রুটের, অশ্বিন বল করতে গিয়েও থমকে গেলেন
নয়াদিল্লি: ভারতে এই প্রথম ডিসিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজে এখনও পর্যন্ত এই সিস্টেম আয়োজক দেশের পক্ষেই গিয়েছে। ইংল্যান্ড অনেক সময় ডিআরএস চাইলেও ফল তাদের অনুকূলে যায়নি। এই অবস্থায় সম্ভবত একটা সমাধানসূত্র বের করেছেন ইংরেজ ব্যাটসম্যান জো রুট। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়ানোর সময় তিনি একেবারে আম্পায়ারের কাছে দাঁড়াচ্ছেন। কোনও বলে কী হচ্ছে, তা আম্পায়ারের দৃষ্টিকোণ থেকে দেখার জন্যই সম্ভবত তিনি ঠিক আম্পায়ারের সামনে দাঁড়াচ্ছেন। ওই জায়গা থেকে দেখে ডিআরএস নেওয়া হবে কিনা, সে বিষয়ে ধারণা নেওয়ার জন্যই রুট এভাবে নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়াচ্ছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ব্যাপারটিকে খুব একটা ভালো চোখে দেখেননি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অশ্বিন বল করতে গিয়েও দুবার থমকে গেলেন। কারণ, রুট আম্পায়ারের খুব কাছে দাঁড়িয়েছিলেন। আম্পায়ার ক্রিস গ্যাফানির কাছে তিনি তাঁর আপত্তির কথা জানান।
উল্লেখ্য, ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলে লেগ বিফোর হলেন। ডিআরএস নিয়েও কোনও কাজ হয়নি। রুট তখন নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন।
মোহালি টেস্টের রাশ ইতিমধ্যেই ভারতের হাতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement