এক্সপ্লোর
Advertisement
দেখুন: টি ২০ বিশ্বকাপে একহাতে এই দুরন্ত ক্যাচে ফিরতে হল ভারতের কৃষ্ণমূর্তিকে
নয়াদিল্লি: মহিলাদের টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গুয়ানায় গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার খেলায় দেখা গেল একটা চমকপ্রদ ক্যাচ। ভারতের ইনিংসের ষোলতম ওভারে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে টায়লা ভ্লায়েমিঙ্ক একহাতে দুরন্ত ক্যাচ ধরলেন। মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল ভারতের কৃষ্ণমূর্তিকে।
ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এলাকায় ফিল্ডিং করছিলেন টায়লা। পিছনের দিকে শরীর ছুঁড়ে একটা হাত বাড়িয়ে ক্যাচ ধরলেন তিনি।
এই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে গ্রুপ বি-তে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। টুর্নামেন্টে এই নিয়ে পর পর চারটি ম্যাচ জিতল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ১৬৭ রান করে। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ১৯.৪ ওভারে ১১৯ রান করে অলআউট হয়ে যায় তারা। ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রিত কউরের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৬৭ রান তোলে ভারত। ইনিংসের শেষের দিকে ব্যাটিং বিপর্যয় না হলে স্কোর আরও বেশি হতে পারত। স্মৃতি ৫৫ বলে ৮৩ রান করেন। হরমনপ্রিত করেন ৪৩ রান।This was just a little bit special from @TaylaVlaeminck on her T20I debut - an absolute stunner of a catch! ????#WT20 #WatchThis pic.twitter.com/iFe6oV4Dxe
— ICC (@ICC) November 18, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement