এক্সপ্লোর
Advertisement
আমরা দল হিসেবে আরও ভাল খেলতে পারি, বলছেন ঝুলন
লন্ডন: ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রত্যাশা ছাপিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। তবে দল হিসেবে আরও ভাল খেলার অবকাশ রয়েছে। এমনই মন্তব্য করলেন ঝুলন গোস্বামী। গতকাল ম্যাচের পর তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথম দিন থেকে কেউই ভাবেনি আমরা ফাইনালে উঠব। আমরা ভাল পারফর্ম করেছি এবং নিজদের দক্ষতার উপর বিশ্বাস জন্মেছে। প্রতিদিনই সবাই দলের হয়ে অবদান রাখার চেষ্টা করেছে। দল হিসেবে আমাদের বিশ্বাস ছিল, ভাল পারফরম্যান্স দেখাতে পারলে চ্যাম্পিয়ন হব। দুর্ভাগ্যবশত এই ম্যাচের ফল আমাদের পক্ষে ছিল না। কিন্তু আমরা যেভাবে খেলেছি, সেটা গোটা দলেরই উপভোগ করা উচিত।’
গতকাল লর্ডসে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান ঝুলন। তিনি ১০ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তিনটি মেডেন সহ তিনটি উইকেট নেন। এর আগে গ্রুপ লিগের ম্যাচে ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দিয়েছিল ভারত। এবারের বিশ্বকাপে একমাত্র ভারতের কাছেই হেরেছে ইংল্যান্ড। কিন্তু ফাইনালে বাজিমাত করল হেদার নাইটের দলই। ঝুলন বিশ্বকাপে মোট ৩৬টি উইকেট নিয়েছেন। কিন্তু ২০০৫-এর পর এবারও রানার্স দলের সদস্য হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ঝুলন, সেই ম্যাচগুলিতে ভারত জয় পায়নি। এতে হতাশ বাংলার এই পেসার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement