এক্সপ্লোর
Advertisement
ভাল ক্রিকেট খেলে দক্ষতায় ভারতকে টেক্কা দিতে হবে, বলছেন ম্যাথু ওয়েড
রাঁচি: চলতি সিরিজে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে যেভাবে ভারতীয় দলের খেলায় যে বদল এসেছে, তাতে জোর ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে জয় পেতে গেল ভাল ক্রিকেট খেলে দক্ষতার নিরিখে ভারতকে পিছনে ফেলে দিতে হবে। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড।
পুণেতে প্রথম টেস্টে হারের পর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে ওয়েড বলেছেন, ‘ভারতীয় দল সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। সামান্য আলগা দিলেই ওরা তার সুযোগ নিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলবে। ওদের কিছুতেই আক্রমণাত্মক হতে দেওয়া যাবে না। আমাদের ভাল খেলে দক্ষতায় ভারতকে হারাতে হবে।’
ভারতীয় দলের আক্রমণাত্মক খেলা প্রসঙ্গে ওয়েড বলেছেন, ‘ভারতীয় দল বরাবরই আক্রমণাত্মক। কোহলির তুলনায় ধোনি অন্যরকম অধিনায়ক ছিল। তবে সেটা দু জনের ব্যক্তিত্বের পার্থক্য। প্রথম টেস্টে ভারতকে হারানোর পর আমরা জানতাম, দ্বিতীয় টেস্টে ওরা লড়াইয়ে ফিরবে। কিন্তু বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন ওরা যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, সেটা আমরা ভাবতে পারিনি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement