এক্সপ্লোর
Advertisement
কুলদীপকে আগলে রাখছেন নাইট অধিনায়ক গম্ভীর
রাজকোট: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয়েছিল কুলদীপ যাদবের। চায়নাম্যান বোলার কুলদীপ অভিষেকেই ম্যাচেই চার উইকেট দখল করে নজর কেড়েছিলেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও বল হাতে একইরকমভাবে জ্বলে উঠুন কুলদীপ, এমনটাই চাইছে দল ও অনুরাগীরা। কিন্তু অধিনায়ক গৌতম গম্ভীর আগলে রেখেছেন তাঁর দলের অন্যতম সম্পদকে। গম্ভীর চান না, প্রচারের আলো সর্বদা ঘিরে থাকুক কুলদীপকে ঘিরে। নাইট অধিনায়ক মনে করছেন, প্রচারের আলো থেকে দূরে রাখতে পারলেই স্বাভাবিক দক্ষতায় নিজের মতো করে শান দিতে পারবেন।
গম্ভীর বলেছেন, কুলদীপকে নিয়ে বেশি কথা বলা উতিত নয়। ও যাতে ওর দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে পারে তার জন্য ওকে একা থাকতে দেওয়া উচিত। আমরা ওর ওপর বেশি চাপ বাড়াতেও চাই না। কারণ, আমাদের অন্যান্য বোলাররা চাপটা নিতে পারবে। ওকে ওর খেলাটা উপভোগ করতে দেওয়া হোক। ও যাতে খোলামনে বোলিং করতে পারে, আমরা সেটাই চাই। বিপক্ষকে আক্রমণ করার অন্যতম অস্ত্র কুলদীপ। আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে ও।
হিপ ইনজুরির জন্য বিশ্রামে নাইটদের বোলিংয়ের মূল স্তম্ভ উমেশ যাদব। আইপিএলে নাইট রাইডার্সের অভিযান শুরুর আগে বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত গম্ভীর। তিনি বলেছেন, উমেশ প্রথম ম্যাচটা খেলতে পারলে খুব সুবিধা হত। তবে এরফলে অন্যরা সুযোগ পাবে। আমাদের বোলিং বিভাগটা বেশ ভালো। আশা করছি, অন্যান্যরা উমেশের অভাব বুঝতে দেবে না।
নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচ থেকে উমেশকে পাওয়া যাবে বলে জানিয়েছেন গম্ভীর। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে নামার আগে রাজকোটের উইকেট দেখে খুশি নাইট অধিনায়ক। তিনি বলেছেন, উইকেট ভালো এবং এতে প্রচুর রান উঠবে।পিচে বল খুব একটা ঘুরবে না। বিপক্ষ তো আমাদের স্পিনিং উইকেট দেবে না। এমনই উইকেটই আমরা আশা করেছিলাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement