West Indies Cricket: অবশেষে ঘুম ভাঙল ক্যারিবিয়ানদের, কিংগ-শেফার্ডের দাপটে সুপার সিক্সে প্রথম জয়
ICC: দুবারের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই হবে এবারের বিশ্বকাপ। যোগ্যতা অর্জনকারী পর্বে সুপার সিক্সে অবশেষে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
হারারে: বিশ্বকাপের (ODI World Cup) মূল পর্বে ওঠার যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। দুবারের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই হবে এবারের বিশ্বকাপ। যোগ্যতা অর্জনকারী পর্বে সুপার সিক্সে অবশেষে জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ওমানকে ৭ উইকেটে হারাল। ক্যারিবিয়ানদের ঘুম ভাঙল। তবে অনেকটাই দেরিতে। যখন আর ভারতের (India) মাটিতে বিশ্বকাপ খেলার আর কোনও সম্ভাবনা নেই শাই হোপদের।
ওমান প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তোলে ২২১/৯। রোমারিও শেফার্ড ৪৪ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২২ তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং সেঞ্চুরি করেন। পুরো একশোই করেন তিনি। রান পেয়েছেন শাই হোপও। ৬৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
২ বারের বিশ্বচ্যাম্পিয়ন তাঁরা। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আঁধার নেমে এসেছে। প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এবার দেখা যাবে না ক্যারিবিয়ান শিবিরকে। ভারতের মাটিতে আগামী অক্টোবরে শুরু হতে চলা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করতে পারেনি শাই হোপের দল। এই খারাপ সময়ে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ শোনালেন আরও আক্ষেপের কথা। তিনি মনে করেন সত্তর, আশির দশকে যেভাবে বিশ্বক্রিকেটকে শাসন করত ওয়েস্ট ইন্ডিজ, তেমনটা হয়ত আর কোনওদিনই হবে না।
এক সাক্ষাৎকারে বিশপ বলেন, ''আমি নিশ্চিত আশির দশকে বা নব্বইয়ের দশকের শুরুতে যেভাবে ক্রিকেট বিশ্বে দাপট দেখাত ওযেস্ট ইন্ডিজ দল, তেমনটা আর কখনওই সম্ভব হবে না। বিশ্বের অন্যান্য ক্রিকেট দলগুলো ক্যারিবিয়ান দলের থেকে অনেকটা ভাল পরিস্থিতিতে রয়েছে। আমাদের দেশের আর্থিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। তবে আমি কোনও কিছু অজুহাত হিসেবে দেখতে চাই না। জিম্বাবোয়েকেও অনেক প্রতিকূল পরিস্থিতিতর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ওরাও দারুণ পারফর্ম করেছে চলতি টুর্নামেন্টে। আমি নিশ্চিত ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াবে।''
বিশ্বকাপে খেলার সুযোগ হারানো প্রসঙ্গে বিশপ বলেন, ''ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে কালোদিন। কোনওভাবেই এই দুঃখ কমার নয়। মানতেই কষ্ট হচ্ছে যে বিশ্বকাপে আমাদের দেশকে দেখা যাবে না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা, এর থেকেই বোঝা যায় যে ক্যারিবিয়ান ক্রিকেটের হাল কতটা খারাপ এই মুহূর্তে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন