WI vs Ind 1st Test Preview: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কাল অভিষেক যশস্বী-মুকেশের? ৬ বছর পর টেস্ট ফিরছে ডমিনিকায়
Indian Cricket Team: ডমিনিকায় শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্ট। ভারতীয় ক্রিকেট মহলের ক্ষেত্রে যে সিরিজকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট।
ডমিনিকা: কাল, বুধবার থেকে ডমিনিকায় শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs Ind) প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় ক্রিকেট মহলের (Team India) ক্ষেত্রে যে সিরিজকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। নতুন কোন মুখ ভারতীয় ক্রিকেটে আগামী দিনের ভরসা হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া যেতে পারে এই সিরিজে।
বিশেষ নজর থাকবে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ওপর। যাঁর টেস্ট অভিষেক হবে বলে জোর জল্পনা চলছে। চেতেশ্বর পূজারা বাদ পড়ায় ভারতের টপ অর্ডারে এমনিতেই শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গায় মুম্বইয়ের প্রতিশ্রুতিমান বাঁহাতি ব্যাটার যশস্বীকে খেলানো হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। প্রথম শ্রেণির ক্রিকেটে সফল। প্রথম একাদশে সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ ফেলতে পারেন কি না, পরীক্ষা যশস্বীরও।
তবে প্রশ্ন হচ্ছে, যশস্বীকে খেলানো হবে কোথায়? শুভমন গিল থাকলেও, মিডল অর্ডারে তিনি বেশি স্বচ্ছন্দ। অন্যদিকে যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে, পশ্চিমাঞ্চলের হয়ে বা অবশিষ্ট ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে ওপেন করেন। সেক্ষেত্রে তাঁর ওপেনার হিসাবে খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অনেকের মতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন নম্বরে খেলালে অভিষেকের মঞ্চে একটু স্বস্তি পাবেন তরুণ যশস্বী। তাই রোহিত শর্মার সঙ্গে শুভমনকেই ওপেনার হিসাবে খেলিয়ে তিন নম্বরে যশস্বীকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে ইনিংস ওপেন করলে ক্যারিবিয়ান পেস চতুর্ভুজের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা দিতে হতে পারে যশস্বীকে। কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ও জেসন হোল্ডার - ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারি সমীহ করার মতোই।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শিবির চাইবে এই সিরিজকে চ্যালেঞ্জ হিসাবে নিতে। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে কম জলঘোলা হয়নি। বিতর্কে বিদ্ধ হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট। ভারতের বিরুদ্ধে সিরিজ তাই ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রমাণ করার মঞ্চ। বিশ্ব ক্রিকেটে তাদের অস্তিত্ব নতুন করে দেখানোর লড়াই ক্যারিবিয়ানদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দুবার ফাইনাল খেলেছে ভারত। তবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে ভারতীয় বোলিংকে। দলের সেরা পেসার যশপ্রীত বুমরা চোটের জন্য বাইরে। তিনি নিয়মিতভাবে টেস্ট খেলতেও পারবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইশান্ত শর্মা তো ধারাভাষ্যকার হিসাবে নতুন ইনিংস শুরু করছেন এই সিরিজেই। হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু উমেশ যাদব। তাঁর বয়স ৩৬ পেরিয়েছে।
ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গী হতে পারেন শার্দুল ঠাকুর। যিনি মাত্র ৯টি টেস্টে খেলেছেন। তৃতীয় পেসার হিসাবে সুযোগ পেতে পারেন বাংলার মুকেশ কুমার, নবদীপ সাইনি ও জয়দেব উনাদকাটের মধ্যে যে কোনও একজন। মুকেশ খেললে তাঁর অভিষেক হবে টেস্টে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
উইকেটকিপার হিসাবে কে খেলবেন, তা নিয়েও চর্চা চলছে। দুই স্পিনার খেলানো হলে উইকেটের পিছনে অনেক বেশি নির্ভরযোগ্য কে এস ভরত। তবে ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি। তাই ঈশান কিষাণকেও খেলানো হতে পারে।
উইন্ডসর পার্কে ৬ বছর পর কোনও টেস্ট ম্যাচ আয়োজিত হচ্ছে। সম্প্রতি ক্রিকেটের এই ফর্ম্যাটেই যেটুকু যা নজর কাড়ার, কেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দলের তিন অভিজ্ঞ ব্যাটার - রোহিত শর্মা, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানেরও পরীক্ষা এই সিরিজে। সামনে ওয়ান ডে বিশ্বকাপ। রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর ব্যাটেও সম্প্রতি রান নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই ব্যর্থ কোহলি। অফস্টাম্পের বাইরের বলে বারবার সমস্যায় পড়ছেন। তাঁর কাছেও ঘুরে দাঁড়ানোর লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান পেয়েছিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে থাকবে মুম্বইকরের ওপরে।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন